BRAKING NEWS

মহারাষ্ট্রের থাণে-তে প্রহৃত বিজেপি কর্মী, আটক ৩ জন এমএনএস কর্মী

থাণে (মহারাষ্ট্র), ৯ এপ্রিল (হি.স.): মহারাষ্ট্রের থাণে জেলায় ভারতীয় জনতা পার্টি (বিজেপি)-র কর্মীকে মারধরের ঘটনায় মহারাষ্ট্র নবনির্ণাণ সেনা (এমএনএস)-র ৩ জন সক্রিয় কর্মীকে আটক করল পুলিশ| হোয়াটসঅ্যাপে একটি পোস্ট ছড়িয়ে দেওয়াকে ঘিরে গণ্ডগোলের সূত্রপাত| আক্রান্ত বিজেপি কর্মী প্রদীপ রাণে জানিয়েছে, গত রবিবার হোয়াটসঅ্যাপ মারফত তাঁর কাছে একটি পোস্ট আসে| ওই পোস্টটিতে এমএনএস প্রধান রাজ ঠাকরে এবং এমএনএস কর্মীদের ছবি ছিল| সম্ভবত আপত্তিজনক কিছু ছিল ওই পোস্টটিতে, এমনই মনে করা হচ্ছে| এরপরই হোয়াটসঅ্যাপ মারফত ওই পোস্টটি আরও কয়েকজনের কাছে ছড়িয়ে দেন বিজেপি কর্মী প্রদীপ রাণে| কোনওভাবে পোস্টটি পেঁৗছে যায় এমএনএস কর্মীদের কাছেও| এরপরই এমএনএস কর্মীরা ক্ষুব্ধ হয়ে ওঠেন|

রাবোদি থানার সিনিয়র ইন্সপেক্টর আর এম সোমবংশী জানিয়েছেন, ক্ষোভের কারণেই বিজেপি কর্মীকে মারধর করে এমএনএস কর্মীরা| এই ঘটনায় ৩ জন এমএনএস কর্মীকে আটক করেছে পুলিশ| পুলিশ সূত্রের খবর, ক্ষমা চাওয়া সত্ত্বেও বিজেপি কর্মীকে মারধর করা হয়| এখানেই শেষ নয়, বিজেপি কর্মীকে মারধর করার সময় ভিডিও রেকর্ডিং করে রাখে অভিযুক্ত এমএনএস কর্মীরা এবং ওই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দেয়| দেখানো হয় স্থানীয় টেলিভিশন চ্যানেলেও| পদস্থ এক পুলিশ কর্তা জানিয়েছেন, এই ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৪৫২, ৩২৩, ৫০৪ এবং ৫০০ নম্বর ধারায় মামলা রুজু করা হয়েছে|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *