BRAKING NEWS

সংরক্ষণকেই অধিক প্রাধান্য, ইস্তাহার প্রকাশ আরজেডি-র

পটনা, ৮ এপ্রিল (হি.স.): আসন্ন লোকসভা নির্বাচনের প্রাক্কালে সোমবার নির্বাচনী ইস্তাহার প্রকাশ করল রাষ্ট্রীয় জনতা দল (আরজেডি)। আরজেডি-র ইস্তাহারে ‘প্রত্যেক থালায় খাবার এবং প্রতিটি হাতে কলম’ দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। একইসঙ্গে বেসরকারি ক্ষেত্রে সংরক্ষণের পাশাপাশি মন্ডল কমিশনের পক্ষ থেকে প্রবাসী বিহারীদের জন্য হেল্পলাইনের ব্যবস্থা রাখার কথা বলা হয়েছে। দলিত এবং পিছিয়ে পড়া শ্রেণীর মানুষের জন্য সংরক্ষণের প্রতিশ্রুতিও দেওয়া হয়েছে আরজেডির ইস্তাহারে।

এদিন আরজেডি-র দলীয় কার্য্যালয়ে একটি সাংবাদিক সম্মেলন করে নির্বাচনী ইস্তাহার প্রকাশ করেন তেজস্বী যাদব। এদিন ইস্তাহার প্রকাশ করে তেজস্বী যাদব বলেন, \”উচ্চবর্ণের সংরক্ষণে শুধুই ধনী মানুষেরা লাভবান হয়েছেন, দরিদ্রদের কোনও লাভ হয়নি। ক্ষমতায় এলে সমাজের পিছিয়ে পড়া সমস্ত মানুষকে সমাজের মূল স্রোতে নিয়ে আসব আমরা।\” বিহারে আরজেডি-কংগ্রেসের মহাজোটের প্রকশে তিনি কংগ্রেসের ‘ন্যায় যোজনা’-কেও সমর্থন করেন। তেজস্বী যাদব এদিন ২০০ পয়েন্ট রিজার্ভেশন রোস্টারের বাস্তবায়ন এবং সরকারি চাকরির ক্ষেত্রে শূন্যপদ পূরণের দাবিও তুলেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *