BRAKING NEWS

পানীয় জলের দাবিতে তেলিয়ামুড়া ও গন্ডাছড়ায় পথ অবরোধ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা/তেলিয়ামুড়া, ৪ এপ্রিল৷৷ পরিশ্রুত পানীয় জলের দাবিতে তেলিয়ামুড়ায় জাতীয় সড়ক এবং গন্ডাছড়ায় পথ অবরোধ করেছেন স্থানীয় জনগণ৷ তাতে যান চলাচল মারাত্মক ভাবে ব্যহত হয়েছে৷

বৃহস্পতিবার সকালে তেলিয়ামুড়া থানাধীন চাকমাঘাট গ্রাম পঞ্চায়েতে জরইলংবাড়ি এলাকার প্রমিলা বাহিনী পানীয় জলের দাবিতে কলসি নিয়ে জাতীয় সড়ক অবরোধ করেন৷ রবিবার সন্ধ্যা থেকেই বিদ্যুৎ পরিষেবা ব্যাহত হওয়ায় পানীয় জল সরবরাহ বন্ধ হয়ে গিয়েছিল৷ তাতে ক্ষুব্ধ এলাকাবাসী জাতীয় সড়ক অবরোধের পথ বেঁছে নেন৷ এদিনের ঘটনায় সকাল বেলায় নিত্য যাত্রীরা দুর্ভোগের শিকার হন৷ দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার পর মহকুমার প্রশাসনের তরফে পানীয় জল সরবরাহের প্রতিশ্রুতি পাওয়া পর অবরোধকারীরা অবরোধ প্রত্যাহার করে নেন৷

এদিকে, পরিশ্রুত পানীয় জল এবং এমজিএরেগার বকেয়া মজুরির দাবিতে সড়ক অবরোধ করেছেন গণ্ডাছড়ার বনপাড়া, লোকনাথ কলোনিপাড়া এবং ভগীরথী পাড়ার বাসিন্দারা৷

বৃহস্পতিবার সকালে ওই সব এলাকার বাসিন্দারা রাস্তার উপর বালতি, হাঁড়ি রেখে সড়ক অবরোধ করেন৷ তাদের অবরোধে আটকে পড়ে অসংখ্য যানবাহন৷ সমস্যায় পড়তে হয় সাধারণ মানুষকে৷ জানা গেছে, সড়ক অবরোধের ফলে বিস্তর ক্ষতি হয়েছে গণ্ডাছড়ায় বাজারে ব্যবসা করতে আগত ব্যবসায়ীদের৷ আজ ছিল গণ্ডাছড়ায় হাট বার৷ পথ অবরোধের ফলে ব্যবসায়ীরা মালপত্র নিয়ে বাজারে গিয়ে ব্যবসা করতে পারেনি৷

অভিযোগ, গণ্ডাছড়ার বনপাড়া, লোকনাথ কলোনিপাড়া এবং ভগীরথী পাড়ায় দীর্ঘদিন ধরে পানীয় জলের সমস্যা চলে আসছে৷ সংশ্লিষ্ট বিভাগ থেকে স্থানীয় প্রশাসনকে দীর্ঘদিন ধরে এ ব্যাপারে অবগত করলেও কাজের কাজ কিছুই হয়নি৷ শেষ পর্যন্ত বাধ্য হয়ে বৃহস্পতিবার সকাল থেকে গ্রামবাসীরা পথ অবরোধে বসেন৷

অবরোধকারীরা জানান শুধু পানীয় জলের সমস্যাই নয়, প্রাপ্য রেগার মজুরির দাবিতে তাদের এই অবরোধ৷ অবিলম্বে তাদের বকেয়া রেগার মজুরি মিটিয়ে দিতে দাবি তাঁদের৷ এদিকে গণ্ডাছড়ার বনপাড়া, লোকনাথ কলোনিপাড়া এবং ভগীরথী পাড়ার গ্রামবাসীরা সড়ক অবরোধ করেছেন খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান প্রশাসনের আধিকারিকরা৷ সেখানে গিয়ে তাঁরা অবরোধকারীদের সাথে কথা বলেন৷ আধিকারিকদের কাছ থেকে আশ্বাস পেয়ে প্রায় তিন ঘণ্টা পর সড়ক অবরোধ প্রত্যাহার করা হয়৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *