BRAKING NEWS

মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে নির্বাচন আচরণবিধি লঙ্খনের অভিযোগ খন্ডন বিজেপির

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ মার্চ৷৷ মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের বিরুদ্ধে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ এনেছে সিপিএম৷ আর এই অভিযোগটাও ঠিকভাবে করতে পারল না বলে জানালেন বিজেপির প্রদেশ মুখপাত্র অশোক সিনহা৷ তিনি আইপিএফটির প্রার্থী ঘোষণা ও প্রতিদ্বন্দ্বিতা নিয়ে বলেন, দ্বিতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে চাইছেন জনগণ৷ আর তা ভোটাররা স্থির করে নিয়েছেন৷ তিনি বলেন, সিপিএম অভিযোগ তুলেছে মুখ্যমন্ত্রী কোড অব কন্ডাক্ট লঙ্খন করেছেন৷ মুখ্যমন্ত্রী বলেছেন কেন্দ্রে নরেন্দ্র মোদির সরকার না এলে সপ্তম বেতন কমিশন, দুই হাজার টাকা ভাতা, উজ্জ্বলা যোজনা এই সমস্ত বিভিন্ন প্রকল্প বন্ধ হয়ে যাবে৷ এর স্পষ্টীকরণ দিতে গিয়ে শ্রী সিনহা বলেন, সিপিএম মেনে নিয়েছে এই প্রকল্পগুলি রাজ্যে চালু আছে৷ এর জন্য তিনি সিপিএমকে ধন্যবাদ জানান৷

পাশাপাশি তিনি এও বলেন, কেন্দ্রে মোদি সরকার না এলে এই সমস্ত উন্নয়মূলক প্রকল্প বন্ধ হয়ে যাবে এটাই স্বাভাবিক৷ দ্বিতীয় যে অভিযোগটি আনে সিপিএম তা হচ্ছে মুখ্যমন্ত্রী সার্জিক্যাল স্ট্রাইকের বিষয়টি প্রচারে এনেছেন৷ আর্মির ব্যাপার নিয়ে কথা বলেছেন৷ শ্রী সিনহা এর স্পষ্টীকরণ দিতে গিয়ে বলেন মুখ্যমন্ত্রী আর্মি, নেবি কিংবা এয়ারফোর্সকে নিয়ে কোনও কথাই বলেননি৷ সিপিএম আরও অভিযোগ করেছে মুখ্যমন্ত্রী একটি অর্গানাইজেশনের মিটিংয়ে এই মন্তব্য করেছেন৷ এর প্রেক্ষিতে অশোক সিনহা বলেন, অর্গানাইজেশনের মিটিং ও পাবলিক মিটিংয়ের মধ্যে পার্থক্য রয়েছে৷ অর্গানাইজেশনের মিটিং হয় কর্মীদের নিয়ে৷ সেখানে অনেক কথাই হয়৷ এক কথায় মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মডেল কোড অব কন্ডাক্ট এর অভিযোগ তুলে সিপিএম খুবই দায়সারা মনোভাবের পরিচয় দিয়েছে৷ এদিনের সাংবাদিক সম্মেলনে দলের আর এক মুখপাত্র নবেন্দু ভট্টাচার্যও ছিলেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *