BRAKING NEWS

পশ্চিমবঙ্গে শুধু ক্ষমতার পরিবর্তন হয়েছে সন্ত্রাস এবং অরাজকতার পরিবেশ একইরকম

কলকাতা, ২৬ মার্চ ৷৷ পশ্চিমবঙ্গে শুধু ক্ষমতার পরিবর্তন হয়েছে৷ সন্ত্রাস এবং অরাজকতার পরিবেশ একইরকম কায়েম রয়েছে৷ তবুও নির্ভয়ে ভোট দেওয়ার জন্য ঘাটালবাসীর উদ্দেশ্যে বার্তা দিয়েছেন ত্রিপুরার উপমুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মা৷ ঘাটালে বিজেপি প্রার্থী ভারতী ঘোষের সমর্থনে আয়োজিত নির্বাচনি জনসভায় যীষ্ণু দেববর্মার কথায়, ভয়মুক্ত পরিবেশে ভোট হবে এবার৷

নির্বাচন কমিশন সেই ব্যবস্থা করেচে৷ তাই এবার পশ্চিমবঙ্গে সাত দফায় ভোট হবে৷ কারণ, মানুষ যাতে নির্ভয়ে বোট দিতে পারেন তা সুনিশ্চিত করা খুবই জরুরি৷ অভয় দিয়ে যীষ্ণু দেববর্মা বলেন, কেন্দ্রীয় আধা সামরিক বাহিনীর অবস্থানে পশ্চিমবঙ্গবাসী প্রথমবার নির্ভয়ে ভোটাধিকার করতে পারবেন এবার৷ লোকসভা নির্বাচন উপলক্ষ্যে পশ্চিমবঙ্গে ঘাটালে পৌঁছে যীষ্ণু দেববর্মা প্রথমে একটি যালিতে অংশ নেন৷ তার পর তিনি ঘাটালে বিজেপি প্রার্থী ভারতী ঘোষের বাসভভনে গিয়ে তার সাথে দেখা করেন৷ যীষ্ণু দেববর্মা পশ্চিমবঙ্গে বামফ্রন্ট এবং তৃণমূল কংগ্রেসকে এক আসনে বসিয়ে কড়া ভাষায় সমালোচনা করেছেন৷ তাঁর কথায়, মা-মাটি- মানুষের সরকার এখন শুধু সন্ত্রাসের মাধ্যমে পশ্চিমবঙ্গে ক্ষমতায় টিকে থাকতে চাইছে৷ মানুষ নির্ভয়ে ভোট দিতে পারেন না৷

তার বক্তব্য, বাম জমানাতেও এখানে মানুষ আতঙ্কে দিন কাটাতেন৷ তাঁর কটাক্ষ, সন্ত্রাস করে বেশিদিন ক্ষমতায় টিকে থাকা যায় না৷ তা ত্রিপুরাবাসী গত বিধানসভা নির্বাচনে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন৷ তাঁর দাবি, ত্রিপুরায়ও গণতন্ত্র ছিল না৷ ভোটের নামে হতো শুধুই প্রহসন৷ কিন্তু গত বিধানসভা নির্বাচনে মানুষ নিজেদের অধিকার নির্ভয়ে প্রয়োগ করেছেন৷ তাই ত্রিপুরা দীর্ঘ ২৫ বছর পর বামেদের অপশাসন থেকে মুক্ত হয়েছে৷
যীষ্ণু দেববর্মা দৃঢ় প্রত্যয়ের সঙ্গে বলেন, এবার লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গবাসী পরিবর্তনের জন্য ভয়মুক্ত পরিবেশে ভোট দিতে পারবেনা৷ কারণ, উন্নয়নের প্রশ্ণে পরিবর্তন খুবই জরুরি৷ তিনি মনে করেন, নরেন্দ্র মোদির নেতৃত্বে ত্রিপুরার মতোই পশ্চিমবঙ্গও উন্নয়নের সাথে এগিয়ে যেতে পারবে৷ এ বিষয়ে তাঁর যুক্তি, পঃবঙ্গে কেন্দ্রীয় প্রকল্প বাস্তবায়নে তৃণমূল সরকার প্রতিবন্ধকতা তৈরি করেছে৷ যুক্তরাষ্ট্রীয় কাঠামোতে আঘাত আসছে এই অজুহাত তুলে একের পর এক কেন্দ্রীয় প্রকল্প থেকে রাজ্যকে বঞ্চিত করছে তৃণমূল সরকার৷ আখেরে ক্ষতি রাজ্যবাসীরই হচ্ছে, তা মানুষ এখন বুঝে গেছেন বলে বিশ্বাস করেন যীষ্ণু দেববর্মা৷ তাই নরেন্দ্র মোদির সব কা সাথ সব কা বিকাশের মন্ত্রে সকলেই দীক্ষা নিতে চাইছেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *