BRAKING NEWS

লোকপাল ন্যায়পাল : শপথগ্রহণ করলেন নবনিযুক্ত ৮ জন সদস্য

নয়াদিল্লি, ২৭ মার্চ (হি.স.): কিছু দিন আগেই দেশের প্রথম লোকপাল পদে শপথগ্রহণ করেছেন সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি পিনাকীচন্দ্র ঘোষ। গত শনিবার রাষ্ট্রপতি ভবনে আয়োজিত অনুষ্ঠানে পিনাকীচন্দ্র ঘোষকে দেশের প্রথম লোকপাল হিসেবে শপথবাক্য পাঠ করিয়েছিলেন রাষ্ট্রপতি রামনাথ কেবিন্দ| এবার বুধবার (২৭ মার্চ) শপথগ্রহণ করলেন লোকপালের নবনিযুক্ত ৮ জন সদস্য। এদিন লোকপালের নবনিযুক্ত ৮ জন সদস্যকে শপথগ্রহণ করিয়েছেন লোকপালের চেয়ারপার্সন পিনাকীচন্দ্র ঘোষ। 

লোকপালের বিচারবিভাগীয় সদস্য হিসেবে নিযুক্ত হয়েছেন বিভিন্ন হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি, যথাক্রমে বিচারপতি দিলীপ বি ভোসেল, প্রাক্তন বিচারপতি প্রদীপকুমার মোহান্তি, প্রাক্তন বিচারপতি অভিলাষা কুমারী| এছাড়াও ছত্তিশগড় হাইকোর্টের বর্তমান প্রধান বিচারপতি অজয়কুমার ত্রিপাঠী| বিচারবিভাগ-বহির্ভূত সদস্যদের মধ্যে রয়েছেন সশস্ত্র সীমা বলের প্রাক্তন অর্চনা রামসুন্দরম, প্রাক্তন আমলা দীনেশকুমার জৈন, মহেন্দ্র সিং ও ইন্দ্রজিত্প্রসাদ গৌতম|

উল্লেখ্য, ২০১৩ সালের ডিসেম্বর মাসে লোকপাল বিল পাশ হয় সংসদে| কিন্তু, তার পরও লোকপাল নিয়োগ হয়নি| এ নিয়ে মামলা হয়| ১০ দিনের মধ্যে নিয়োগ কমিটির বৈঠকে সম্ভাব্য দিন জানাতে নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট| ১০ মার্চ নিয়োগ কমিটির বৈঠক হয়| এরপরই লোকপালের চেয়ারম্যান পদে সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি পিনাকীচন্দ্র ঘোষের নাম বিবেচনা করে নিয়োগ কমিটি| তারপর রাষ্ট্রপতি ভবনের পক্ষ থেকে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়, পিনাকীচন্দ্র ঘোষকে লোকপালের চেয়ারম্যান নিয়োগে সম্মতি দিয়েছেন রাষ্ট্রপতি| গত শনিবারই দেশের প্রথম লোকপাল পদে শপথগ্রহণ করেছেন পিনাকীচন্দ্র ঘোষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *