BRAKING NEWS

প্রয়াত গোয়ার মুখ্যমন্ত্রী,পারিক্করের প্রয়াণে শোক প্রকাশ রাষ্ট্রপতি ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর

পানাজি, ১৭ মার্চ (হি.স.) : প্রয়াত গোয়ার মুখ্যমন্ত্রী মনোহর পারিক্কর। অগ্ন্যাশয়ের ক্যান্সারে ভুগছিলেন প্রাক্তন প্রতিরক্ষামন্ত্রী তথা গোয়ার বর্তমান মুখ্যমন্ত্রী । মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৩ বছর। তাঁর প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷


দীর্ঘদিন ধরেই মারণরোগে আক্রান্ত ছিলেন গোয়ার মুখ্যমন্ত্রী মনোহর পারিক্কর। দলের সূত্র থেকে জানা গিয়েছিল, প্যানক্রিয়াটিক ক্যানসারে ভুগছিলেন প্রাক্তন প্রতিরক্ষামন্ত্রী পারিক্কর। বিদেশে চিকিত্সা চালানোর পর দিল্লির এইমস এক মাস ভর্তি ছিলেন। তার পর ছুটি করে তাঁকে বাড়িতে নিয়ে আসা হয়। সেখানেই তাঁর চিকিত্সা চলছিল। শনিবার সকাল থেকেই তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে। রবিবার সন্ধেয় তাঁর অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক বলে গোয়ার মুখ্যমন্ত্রীর ট্যুইটার হ্যান্ডেল থেকে ট্যুইট করা হয়। এরপর থেকেই তাঁর বাড়ির সামনে ভিড় জমতে শুরু করে। রাত আটটায় তাঁর মৃত্যুর খবর জানা যায়। পানাজিতে নিজের বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।এদিন তাঁর প্রয়াণে টুইটারে শোকপ্রকাশ করেছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ৷ পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷


সাম্প্রতিককালের রাজনীতিতে মনোহর পারিক্কর এক বিশিষ্ট নাম ৷ আইআইটি বম্বে থেকে পড়াশোনা করেছেন৷ দুর্দান্ত রেজাল্টের জন্য তাঁকে বিশেষ সম্মানে ভূষিত করেছিল দেশের অন্যতম নামী এই শিক্ষা প্রতিষ্ঠান৷ খুব কম বয়সেই আরএসএসের সদস্য হন পারিক্কর। মুখ্য শিক্ষক হিসেবে কাজ করতেন তিনি। আইআইটি-র পড়াশোনা শেষ করে ফের ফেরেন সঙ্ঘের কাজে। সঙ্ঘচালক হিসেবে কাজ শুরু করেন তিনি। আরএসএসের অংশ হিসেবে সবসময় গর্ব করতেন তিনি।


এদিকে, ছাত্রাবস্থা থেকেই রাজনীতিতে জড়িয়ে পড়েন এবং যথেষ্ট গুরুত্বের সঙ্গেই দল কাজ করেন৷ পরবর্তী সময়ে বিজেপিতে যোগ দেন এবং জাতীয়স্তরে লড়াই করেন৷ উচ্চশিক্ষিত এই রাজনীতিবিদ গোয়ারই ভূমিপুত্র৷ ১৯৯৪-তে ভারতীয় জনতা পার্টির বিধায়ক নির্বাচিত হন গোয়া থেকে। ১৯৯৯-এর জুন থেকে নভেম্বর পর্যন্ত তিনি বিরোধীদলের নেতা হিসেবে কাজ করেন এবং ২০০০ সালে গোয়ার মুখ্যমন্ত্রী হন। কিন্তু তার সরকার ২০০২ সালের ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত টিকেছিল। পরে ২০০২ সালের ৪ জুন তিনি আবার গোয়ার মুখ্যমন্ত্রী নির্বাচিত হন। ২০১২ সালে ফের তিনি গোয়ার মুখ্যমন্ত্রী নির্বাচিত হন৷ অত্যন্ত দক্ষ হাতে রাজ্য সামলেছেন৷ সেসময় গোয়ার বেশ উন্নতি হয়েছিল৷ ২০১৪ সালে বিজেপি তথা এনডিএ জোট দেশের ক্ষমতায় আসার পর পারিকরকে প্রতিরক্ষা মন্ত্রকের দায়িত্ব দেন নরেন্দ্র মোদী ৷ প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে তাঁর পারফরম্যান্স একেবারে অন্য পর্যায়ের ছিল৷ এরপর ২০১৭-এ ফের গোয়ার নির্বাচনে তাঁকে মুখ্যমন্ত্রী করা হয়৷ প্রতিরক্ষা মন্ত্রক থেকে ইস্তফা দিয়ে ফের রাজ্যের দায়িত্ব নেন পারিকর৷ সেসময় সরকার গঠনে কংগ্রেসের বিরোধিতায় কম ঝক্কি পোহাতে হয়নি৷ তা সত্ত্বেও বিজেপি নিজের সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করে সরকারে ফেরে৷এই সময় থেকেই অসুস্থ হতে থাকেন মনোহর পারিক্কর৷ অনেক সময়ে অসুস্থতা নিয়েই প্রশাসক হিসেবে কাজ করেছেন৷ হাসপাতালে ভরতি থাকাকালীন সেখানেই মন্ত্রীদের ডেকে জরুরি বৈঠক করে বেশ কয়েকটি সিদ্ধান্ত নিয়েছেন৷ শরীর সুস্থ না হওয়া সত্ত্বেও বাজেট পেশের আগে হাসপাতাল থেকে তড়িঘড়ি ফিরেছেন বিধানসভায়৷ নাকে অক্সিজেনের নল, হাতে স্যালাইন – এরকম বহু ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ায় অনুগামীদের উদ্বেগ বেড়েছে৷ আর বারবারই ‘ভাল আছি’ বলে কর্মী, সমর্থকদের উৎসাহিত করার চেষ্টা করেছেন প্রাণশক্তিতে ভরপুর ৬৩ বছরের এই নেতা৷ কিন্তু শেষপর্যন্ত মুখ্যমন্ত্রী থাকাকালীনই প্রয়াত হলেন মনোহর পারিক্কর৷ তাঁর প্রয়াণে এক উচ্চশিক্ষিত ও জনপ্রিয় রাজনৈতিক নেতাকে হারাল দেশ | শোকের ছায়া রাজনৈতিক মহলে |

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *