BRAKING NEWS

আজীবন নির্বাসন থেকে মুক্তি, সুপ্রিম রায়ে স্বস্তি পেলেন শ্রীসন্থ

নয়াদিল্লি, ১৫ মার্চ (হি.স.): সুপ্রিম কোর্টে বিরাট স্বস্তি পেলেন ভারতীয় জাতীয় দলের প্রাক্তন ক্রিকেটার এস শ্রীসন্থ| স্পট ফিক্সিং কাণ্ডে শ্রীসন্থের উপর থেকে আজীবন নির্বাসন তুলে নেওয়ার জন্য নির্দেশ দিল সর্বোচ্চ আদালত| পাশাপাশি বিসিসিআই-এর ডিসিপ্লিনারি কমিটিকে আগামী তিনমাসের মধ্যে শ্রীসন্থের নির্বাসনের বিষয়ে পুনরায় ভাবনাচিন্তা করার নির্দেশ দিয়েছে সর্বোচ্চ আদালত|
স্পট ফিক্সিং-এর অভিযোগে শ্রীসন্থকে আজীবন ব্যান করার সিদ্ধান্ত নিয়েছিল বিসিসিআই| সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিলেন প্রাক্তন এই ভারতীয় ক্রিকেটার| সেই আবেদনের শুনানিতে শুক্রবার সুপ্রিম কোর্টের বিচারপতি অশোক ভূষণ ও কে এম জোসেপ নির্দেশ দেন, বিসিসিআই-এর ডিসিপ্লিনারি কমিটির সামনে শ্রীসন্থকে কথা বলার সুযোগ দেওয়া উচিত|

শ্রীসন্থের আবেদন খতিয়ে দেখে তিন মাসের মধ্যে তাঁর শাস্তির মেয়াদ ঠিক করার জন্য বোর্ডকে নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত|এদিকে, সুপ্রিম রায়ের পর শ্রীসন্থ জানিয়েছেন, ‘প্র্যাকটিস চালিয়ে যাচ্ছি| দলে নির্বাচিত হব কি না তা নির্বাসন ওঠার উপর নির্ভর করবে| মনে করব, এই সময়টা আমার চোট ছিল| লিয়েণ্ডার পেজ ৪০ বছরের পরও গ্র্যান্ডস্ল্যাম খেলেছেন| আশিস নেহরা ৩৮ বছর পর্যন্ত খেলেছেন| আমার বয়স তো সবে ৩৬| এখনও ৪-৫ বছর ক্রিকেট খেলতে পারব|’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *