BRAKING NEWS

প্রতিরক্ষা মন্ত্রক থেকে চুরি গিয়েছে রাফাল নথি : দেশের পক্ষে বিপজ্জনক, তদন্তের দাবি মমতার

কলকাতা, ৭ মার্চ (হি.স.): কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর পর এবার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়| রাফাল চুক্তির নথি প্রতিরক্ষা দফতর থেকে চুরি হওয়ার ঘটনায় মোদী সরকারের বিরুদ্ধে তোপ দাগলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়| বৃহস্পতিবার মাইক্রোব্লগিং সাইট টুইটার মারফত মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা, ‘দেশে এসব কি হচ্ছে, প্রতিরক্ষা মন্ত্রক থেকেই চুরি হয়ে গেল নথি, এটা দেশের পক্ষে খুবই বিপজ্জনক, এ বিষয়ে সরকারের কি বক্তব্য?’ হিন্দিতে টুইট করে মমতা বন্দ্যোপাধ্যায় আরও লিখেছেন, ‘তদন্ত হওয়া উচিত| অপেক্ষা করুন,খুব শীঘ্রই নির্বাচনে সিদ্ধান্ত হবে|’

প্রসঙ্গত, বুধবার ছিল রাফাল রায় পুনর্বিবেচনার আর্জি সংক্রান্ত শুনানি| সুপ্রিম কোর্টে কেন্দ্রীয় সরকার জানায়, প্রতিরক্ষা মন্ত্রক থেকেই চুরি গিয়েছে রাফাল চুক্তির নথি| অ্যাটর্নি জেনারেল কে কে বেণুগোপাল জানান, যেহেতু চুরি যাওয়া নথিকেই বিরোধীরা প্রামাণ্য দলিল হিসেবে পেশ করেছে, তাই অবিলম্বে এই আবেদন খারিজ করা হোক| কেন্দ্রের এই স্বীকারোক্তির পর রাফাল মামলা নতুন মোড় নিল| আগামী ১৪ মার্চ ফের শুনানি| মমতার আগে এদিনই রাফাল নথি চুরি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আক্রমণ করেছিলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী|বৃহস্পতিবার সকালে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী বলেছেন, ‘একদিকে আপনি বলছেন নথি খুঁজে পাওয়া যাচ্ছে না, সুতরাং এর অর্থ হল নথিগুলি সত্যিই ছিল|পরিষ্কারভাবে নথিগুলিতে লেখা রয়েছে যে, পিএমও সমান্তরালভাবে দরদাম চালিয়ে যাচ্ছিল|’ রাহুল গান্ধী আরও বলেছেন, ‘রাফাল নথি চুরি হওয়ার ঘটনায় যাঁরা জড়িত, তাঁদের বিরুদ্ধে অবশ্যই কড়া ব্যবস্থা গ্রহণ করা উচিত| একইসঙ্গে সমান্তরাল দরদামের জন্য পিএমও-র বিরুদ্ধে তদন্ত হওয়া উচিত| অনিল আম্বানিকে সুবিধা দিতেই কি দরদাম? পিএমও-র ভূমিকাও খতিয়ে দেখা উচিত|’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *