সড়ক উন্নয়ন সেস ঃ মাসে গড় রাজস্ব আয় ৩ কোটি ৬৫ লক্ষ টাকা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ ফেব্রুয়ারি৷৷ সড়ক উন্নয়নে সেস যুক্ত হওয়ায় রাজস্ব বৃদ্ধি হচ্ছে রাজ্যের৷ গড়ে মাসে ৩ কোটি ৬৫ লক্ষ টাকা এই খাতে রাজস্ব আদায় হচ্ছে৷ তাতে ধারণা করা হচ্ছে বছরে ৪৩ কোটি ৮০ লক্ষ টাকা শুধু সড়ক উন্নয়ন সেস বাবদ আদায় হবে৷

এবিষয়ে পূর্ত দপ্তরের প্রধান সচিব মনোজ কুমার জানিয়েছেন, রাজ্যে সড়ক উন্নয়ন সেস যুক্ত করা হয়েছে৷ বিভিন্ন সড়ক নির্মাণ কাজের সাথে এই সেস যুক্ত হবে৷ রাজ্যের আর্থিক ঘাটতি মেটাতে শুধু সড়ক উন্নয়ন সেস থেকেই ১০ শতাংশ রাজস্ব সংগ্রহ হবে৷

তাঁর কথায়, পূর্বতন সরকার ১২ হাজার কিমি রাস্তা নির্মাণ করেছে৷ সাথে আরও ১০ কিমি ফাঁড়ি পথ যুক্ত হয়েছে৷ কিন্তু, ওই রাস্তা সংস্কারের কোনও অর্থের ব্যবস্থা রাখা হয়নি৷ রাজ্য সরকারের এখন ২২ হাজার কিমি রাস্তার সংস্কারের ৫০০ কোটি টাকা প্রয়োজনীয়তা রয়েছে৷ কিন্তু, গত বাজেটে রাস্তা সংস্কারে কেবলমাত্র ৯৫ কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল৷ এই বিশাল ঘাটতি মেটানোর লক্ষ্যেই রাজ্য সরকার ২ শতাংশ সড়ক উন্নয়ন সেস যুক্ত করেছে৷ তাঁর দাবি, এই পদক্ষেপের দারুণ ফল মিলছে৷ প্রাপ্ত রাজস্ব থেকেই এর প্রমাণ পাওয়া যাচ্ছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *