অসংগঠিত শ্রমিকদের জন্য পেনশন প্রকল্পের উদ্বোধন করে কংগ্রেসের বিরুদ্ধে তোপ প্রধানমন্ত্রীর

আহমেদাবাদ, ৫ মার্চ (হি.স.) : লোকসভা নির্বাচনের আগে নাম না করে কংগ্রেস সহ বিরোধী দলগুলির বিরুদ্ধে সরব হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ওরা চৌকিদারকে সরিয়ে দিতে চাইছে। কিন্তু দারিদ্র দূরীকরণের জন্য কাজ করে চলেছেন তিনি বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী।

গুজরাটের ভাস্ত্রালে অসংগঠিত শ্রমিকদের জন্য পেনশন প্রকল্প প্রধানমন্ত্রী শ্রম যোগী মান-ধন যোজনার উদ্বোধন করে কংগ্রেসের নিন্দায় মুখর হয়ে নরেন্দ্র মোদী বলেন, ওরা(বিরোধীরা) মোদীর উপর হামলা চালাতে চায়। কিন্তু তিনি সন্ত্রাসকে নির্মূল করতে চাইছে। চৌকিদারের সততার ফলে বিরোধী বেঞ্চে থাকা নেতাদের অসুবিধা হচ্ছে। তাই তারা মোদী হটাও স্লোগান দিয়ে চৌকিদারকে সরিয়ে দিতে চাইছে। কিন্তু তিনি দারিদ্রতা এবং অসততার বিরুদ্ধে লড়াই করে চলেছেন। পাশাপাশি কৃষক এবং শ্রমজীবী মানুষদের নিরাপত্তা ও স্বার্থ রক্ষা করার জন্য কাজ করে চলেছেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী শ্রম যোগী মান-ধন যোজনার প্রসঙ্গ তুলে ধরে নরেন্দ্র মোদী বলেন, এই প্রকল্পের ফলে সমাজের প্রান্তিক শ্রেণী মানুষের প্রকৃত উন্নয়ন হবে। দীর্ঘ সময় ধরে সমাজের প্রান্তিক শ্রেণী মানুষেরা ভগবানের দয়ায় বেঁচেছিল। কেউ গরিবি হটাও বলে স্লোগান দিয়ে গরিবদের সঙ্গে ছবি তুলেছে। কিন্তু তাদের আমলে এই সকল মানুষদের কোনও উন্নতি হয়নি। তারা (কংগ্রেস) ৫৫ বছর ধরে দেশ শাসন করেছে। গরিবদের নাম করে তারা ভোটও চেয়েছে। কিন্তু এই চাওয়ালা ৫৫ মাসের মধ্যেই এই প্রকল্প গ্রহণ করেছে। এমনকি বামপন্থীরা একাধিক রাজ্যে সরকার গড়েছে। কিন্তু অসংগঠিত শ্রমিকদের জন্য এমন প্রকল্প গ্রহণ করেনি।

উল্লেখ্য, প্রধানমন্ত্রী শ্রম যোগী মান-ধন যোজনার অসংগঠিত শ্রমিকদের ৩০০০ টাকা করে পেনশন দেওয়া হবে। ফেব্রুয়ারির অন্তবর্তী বাজেটে এই প্রকল্প পাশ হয়েছে। দেশের প্রায় ৪২ কোটি অসংগঠিত শ্রমিক এই প্রকল্পের আওতায় আসবে। প্রতি মাসে ৫৫টাকা থেকে ২০০টাকা জমা দিলেই ৬০ বছর বয়সের পর থেকে মাসিক ৩০০০ টাকার পেনশন পাবে শ্রমিকেরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *