BRAKING NEWS

আত্মসমর্পণকারী জঙ্গীদের যৌথ মঞ্চের সমাবেশে বক্তব্য রাখবেন কং সভাপতি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ মার্চ৷৷ আত্মসমর্পণকারী একধিক জঙ্গি সংগঠনের যৌথমঞ্চ ত্রিপুরা ইউনাইটেড ইন্ডিজেনাস পিপলসকাউন্সিল (টিইউআইপিসি)-এর কেন্দ্রীয় কমিটির দ্বিতীয় সাধারণ সম্মেলন আগামী ৬ এবং ৭ মার্চ অনুষ্ঠিত হবে৷ পশ্চিম জেলার খুমলুং মোটর স্ট্যান্ড এলাকায় এক প্রকাশ্য সমাবেশের মাধ্যমে সম্মেলনের সূচনা হবে বুধবার৷সমাবেশে উপস্থিত থাকবেন প্রদেশ কংগ্রেস সভাপতি প্রদ্যুৎ কিশোর দেববর্মণ, ত্রিপুরার উপ-মুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মণ, ত্রিপুরার প্রাক্তন জঙ্গি সংগঠন টিএনভি সভাপতি বিজয়কুমার রাংখল৷ এছাড়া অসম, মিজোরাম এবং মণিপুর থেকেও প্রাক্তন জঙ্গি নেতারা অতিথি হিসেবে অংশগ্রহণ করবেন সম্মেলনে৷ থাকবেন অসমের আলোচনাপন্থী উগ্রপন্থী সংগঠন আলফা চেয়ারম্যান অরবিন্দ রাজখোয়া, মিথিঙ্গা দৈমারি, নিপুল দাস, মধুর্য রাজখোয়া৷


মিজোরাম থেকে আসবেন মিজো ন্যাশনেল ফ্রন্টের সভাপতি তথা মুখ্যমন্ত্রী জোরাম থাঙ্গা অথবা তাঁর কোনও প্রতিনিধি৷ মণিপুর থেকে আসবেন সেই রাজ্যের প্রাক্তন গৃহমন্ত্রী এবং বর্তমান এনইআইডিপি-র উপ-সভাপতি এ বীরেন্দ্র সিং৷সোমবার সন্ধ্যায় আগরতলা প্রেস ক্লাবে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এ কথা জানান ত্রিপুরা ইউনাইটেড ইন্ডিজেনাস পিপলসকাউন্সিলের উপদেষ্টা তথা এটিএফ জঙ্গি গোষ্ঠীর প্রাক্তন সভাপতি রঞ্জিত দেববর্মা৷


সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, ভারত সরকার, ত্রিপুরা সরকার এবং জঙ্গি গোষ্ঠীর মধ্যে ত্রিপাক্ষিক শান্তিচুক্তির ভিত্তিতে তারা স্বাভাবিক জীবনে ফিরে এসেছেন৷ কিন্তু দীর্ঘ বছর হয়ে গেলেও এখনও তাদের দাবির ৮০ শতাংশ পূরণ হয়নি৷ তাই তারা শান্তিপূর্ণ এবং গণতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে তাদের এবং রাজ্যের বঞ্চিত জনজাতিদের দাবি পূরণ করতে পারবেন৷ এই সম্মেলনে রাজ্যের প্রতিটি ব্লক থেকে মোট ১৫ জন করে প্রতিনিধি উপস্থিত থাকবেন৷ এদের মধ্যে পাঁচজন মহিলাও থাকবেন৷ প্রকাশ্য সমাবেশে সব মিলিয়ে ১০ হাজারের বেশি লোকসমাগম হবে বলেও জানান তিনি৷ এদিনের সাংবাদিক সম্মেলনে রঞ্জিত দেববর্মা ছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি অনন্ত দেববর্মাসহ অন্যান্য নেতারা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *