BRAKING NEWS

ব্যর্থতা ঢাকতে কাশ্মীরের বর্তমান পরিস্থিতিকে ব্যবহার করছে বিজেপি, অভিযোগ মায়াবতীর

লখনউ, ৩ মার্চ (হি.স.) : লোকসভা নির্বাচনের আগে রবিবার বিজেপির বিরুদ্ধে সরব হলের বসপা সুপ্রিমো মায়াবতী। নিজেদের ব্যর্থতা ঢাকতে জম্মু ও কাশ্মীরের বর্তমান পরিস্থিতিকে ব্যবহার করছে প্রধানমন্ত্রী এবং বিজেপি বলে অভিযোগ করেছেন তিনি।রবিবার উত্তরপ্রদেশের রাজধানী লখনউতে দলীয় কর্মীদের সভায় বক্তব্য রাখতে গিয়ে বিজেপির বিরুদ্ধে তোপ দেগে বসপা সুপ্রিমো মায়াবতী বলেন, বিগত কয়েকদিন ধরে জম্মু ও কাশ্মীরে জঙ্গি হানা নিয়ে দেশবাসী উদ্বিগ্ন। জম্মু ও কাশ্মীরের বর্তমান পরিস্থিতিকে ব্যবহার করে নিজেদের ব্যর্থতা ঢাকছে বিজেপি এবং আরও বিশেষ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেশ যখন শত্রুদের হাতে আক্রান্ত হচ্ছে এমন পরিস্থিতিতে দেশকে নেতৃত্বের দেওয়ার জন্য দক্ষ নেতৃত্বের প্রয়োজন।

কিন্তু প্রধানমন্ত্রী দলীয় রাজনীতিকে বেশি অগ্রাধিকার দিয়ে বিজেপির নির্বাচনী জনসভা করে গিয়েছেন। জাতীয় সুরক্ষার বিষয়টি অবজ্ঞা করছেন প্রধানমন্ত্রী।আসন্ন নির্বাচনে প্রচারের রণকৌশল নিয়ে এদিন দলীয় কর্মীদের সঙ্গে বৈঠক করেন মায়াবতী। উল্লেখ্য, উত্তরপ্রদেশে ৮০টি লোকসভা আসনে অখিলেশ যাদবের সপার সঙ্গে জোট বেঁধে লড়বে বসপা। ৩৮টি আসনে লড়বে বসপা এবং সপা প্রার্থী দিয়েছে ৩৭টি আসনে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *