BRAKING NEWS

ভারতের এয়ার স্ট্রাইকে খতম মাসুদের তিন আত্মীয়

নয়াদিল্লি, ২৬ ফেব্রুয়ারি (হি.স.): পাক আধিকৃত কাশ্মীর বালাকোটে জইশ জঙ্গিদের বৃহত্তম প্রশিক্ষণ শিবিরে ভারতের এয়ার স্ট্রাইকে মাসুদ আজহারের তিন আত্মীয় খতম হয়েছে | মাসুদের শ্যালক ইউসুফ আজহার ছাড়াও আজ খতম হয়েছে তার দাদা ইব্রাহিম আজহার ও ভাই মৌলানা তালহা সইফ |
মঙ্গলবার ভোরে ১২টি মিরাজ ২০০০ যুদ্ধবিমান নিয়ে হানা দেয় ভারতীয় বায়ুসেনা। নিয়ন্ত্রণরেখা পেরিয়ে পাক অধিকৃত কাশ্মীরের ৮০ কিলোমিটার ভেতরে ঢুকে বালাকোটে জইশ লঞ্চপ্যাড ও ট্রেনিং ক্যাম্প লক্ষ্য করে প্রায় ১০০০ কেজি বিস্ফোরক নিক্ষেপ করা হয়। সূত্রের খবর, এই হামলায় অন্তত ৩৫০ জইশ জঙ্গি নিহত হয়েছে। নিহত হয়েছে ২৫ জইশ প্রশিক্ষক। এই হামলাতেই নিকেশ হয়েছে মাসুদের তিন নিকট আত্মীয় | এরা হল মাসুদের শ্যালক ইউসুফ আজহার ছাড়াও আজ খতম হয়েছে তার দাদা ইব্রাহিম আজহার ও ভাই মৌলানা তালহা সইফ | ইব্রাহিম কান্দাহার কাণ্ডে জড়িত ছিল | সেনা সূত্রে খবর, এই হামলার আগেই জইশ প্রধানকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে রাওয়ালপিন্ডির সেনা হাসপাতালে। আপাতত সেখানেই রাখা হয়েছে তাঁকে।

ভারতীয় বায়ুসেনার প্রত্যাঘাতের পর, মঙ্গলবার বেলা ১১.৩০ মিনিট নাগাদ সাংবাদিকের মুখোমুখি হন বিদেশ সচিব বিজয় গোখলে| সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিদেশ সচিব জানিয়েছেন, ‘গোয়েন্দা সূত্রে খবর পাওয়া যায়, ভারতের বিভিন্ন প্রান্তে পুনরায় আত্মঘাতী হামলা চালানোর ছক কষছে জইশ-ই-মহম্মদ জঙ্গি সংগঠন| আত্মঘাতী হামলা চালানোর জন্য ফিদায়েঁ জিহাদিদের প্রশিক্ষণও দেওয়া হচ্ছিল| এ জন্যই হামলা চালানো অবশ্যসম্ভাবী হয়ে পড়ে| বালাকোটে জইশের বৃহত্তম প্রশিক্ষণ শিবিরে হামলা চালিয়েছে ভারতীয় বায়ুসেনা| এই অভিযানে মৃতু্য হয়েছে একাধিক জইশ কম্যান্ডার, প্রশিক্ষক, জিহাদি ও প্রচুর জঙ্গির|’ বিদেশ সচিব আরও জানিয়েছেন, ‘বালাকোটেই জইশ জঙ্গিদের বৃহত্তম প্রশিক্ষণ কেন্দ্র| বালাকোট ক্যাম্প চালাত জইশ-ই-মহম্মদ জঙ্গি সংগঠনের প্রধান মাসুদ আজহারের শ্যালক মৌলানা ইউসুফ আজহার ওরফে উস্তাদ গোহরি|’ এর পর একে একে নিশ্চিত করা হয়ে এই হামলায় খতম হয়েছে মাসুদের দাদা ইব্রাহিম আজহার ও ভাই মৌলানা তালহা সইফও |

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *