টিএসআর নিয়োগে এসটি-এসসিদের জন্য শিক্ষাগত যোগ্যতায় মিলেছে ছাড়

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ ফেব্রুয়ারি৷৷ টিএসআর নিয়োগে এসটি-এসসিদের জন্য শিক্ষাগত যোগ্যতায় ছাড় দিয়েছে কেন্দ্রীয় সরকার৷ এখন থেকে টিএসআর নিয়োগে তাদের জন্য শিক্ষাগত যোগ্যতা ন্যুনতম দশমমান উত্তীর্ণ হওয়ার বদলে অষ্টম মান উত্তীর্ণই যথেষ্ট৷ ফলে, টিএসআরের দুইটি আইআর ব্যাটেলিয়ানে নিয়োগের জন্য ন্যুনতম অষ্টম মান উত্তীর্ণ এসটি -এসসিরা আবেদন জানাতে পারবেন৷ বৃহস্পতিবার মহাকরণে সাংবাদিক সম্মেলনে একথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷

এ বিষয়ে মুখ্যমন্ত্রীর বক্তব্য, রাজ্যে তপশিলী জাতি এবং তপশিলী উপজাতি মানুষের সংখ্যা নেহাত কম নয়৷ কিন্তু, শিক্ষাগত যোগ্যতা নিরীক্ষে অনেকেই টিএসআর নিয়োগে আবেদন জানাতে পারছেন না৷ আবেদন জানানোর ক্ষেত্রে ন্যুনতম শিক্ষাগত যোগ্যতা দশম মান উত্তীর্ণ হওয়ার শর্ত তারা পূরণ করতে পারছেন না৷ তাই কেন্দ্রীয় সরকারের কাছে শিক্ষাগত যোগ্যতায় ছাড় দেওয়ার আবেদন জানানো হয়েছিল৷

মুখ্যমন্ত্রীর কথায়, ইতিপূর্বে দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে দেখা করে এই দাবি জানানো হয়েছিল৷ অবশেষে আজ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক থেকে অনুমোদন মিলিছে৷ টিএসআর নিয়োগের ক্ষেত্রে এসসি-এসটিদের জন্য ন্যুনতম শিক্ষাগত যোগ্যতা অষ্টম মান করা হয়েছে৷ মুখ্যমন্ত্রীর বক্তব্য, শিক্ষাগত যোগ্যতায় ছাড় না পাওয়ায় এতদিন টিএসআরের দুটি আইআর ব্যাটেলিয়ানে নিয়োগ করা যাচ্ছিলনা৷ শিক্ষাগত যোগ্যতায় স্বরাষ্ট্রমন্ত্রক ছাড় দেওয়ায় এখন সেই বাঁধা কেটে গেছে৷ তিনি জানিয়েছেন, ২০১৪ জন টিএসআর নিয়োগে মন্ত্রিসভা ইতিপূর্বেই অনুমোদন দিয়ে রেখেছে৷ ফলে, শীঘ্রই নিয়োগ পক্রিয়া শুরু হবে৷ আজ তিনি এই ছাড় দেওয়ার জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *