BRAKING NEWS

পিজি কোর্সে আসন বাড়ল এজিএমসিতে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ ফেব্রুয়ারী৷৷ আগরতলা সরকারী মেডিক্যাল কলেজে পিজি কোর্সে আরও ৩৮টি আসনের অনুমোদন মিলেছে৷ তাতে, নতুন সংযোজন হয়েছে প্যাথলজি এবং বায়োক্যামেস্ট্রি৷ স্বাস্থ্যমন্ত্রী সুদীপ রায় বর্মন জানিয়েছেন, পূর্বে সরকারী মেডিক্যাল কলেজে পিজি কোর্সে ২৫টি আসনের অনুমোদন ছিল৷ এখন আরও ৩৮টি আসনের অনুমোদন মিলেছে৷ ফলে, আগামী শিক্ষাবর্ষ থেকে সরকারী মেডিক্যাল কলেজে পিজি কোর্সে মোট আসন সংখ্যা হবে ৬৩টি৷ এবিষয়ে তিনি বিস্তারিত তথ্য দিয়ে জানান, মাইক্রোবাওলজিতে পূর্বে ছিল ১টি আসন, বেড়েছে ২টি৷ অর্থোপেডিক্সে ছিল ২টি আসন, এখন আরো বেড়েছে ৩টি৷ ওবসটেট্রিক্স এন্ড গাইনোকলজিতে পূর্বে ছিল ২টি আসন, এখন আরো বেড়েছে ২টি৷ এনেসথেসিওলজিতে পূর্বে ছিল ২টি আসন, এখন যোগ হয়েছে আরও ২টি৷

রেডিওলজিতে ছিল ২টি, আরো বেড়েছে ৩টি আসন৷ জেনেরাল সার্জারিতে পূর্বে ছিল ২টি আসন, এখন আরও বেড়েছে ৭টি৷ ফরেন্সক মেডিসিনে ছিল ১টি আসন, এখন আরো বেড়েছে ২টি আসন৷ জেনেরাল মেডিসিনে পূর্বে ছিল ৪টি আসন, এখন আরো বেড়েছে ৭টি আসন এবং সায়কাট্রিতে ১টি আসন ছিল, এখন আরো যোগ হয়েছে ২টি আসন৷ তিনি আরও জানান, অপথালমলজি, পেডিয়াট্রিক্স এবং ওটরহাইনোলারিনগোলো কোন আসন বাড়েনি৷ স্বাস্থ্যমন্ত্রী জানান, প্যাথলজি এবং বায়োক্যামেস্ট্রি আগামী শিক্ষাবর্ষ থেকে পিজি কোর্স চালু হচ্ছে রাজ্যেও৷ এই দুটি বিভাগে ৪টি করে আসনের অনুমোদন মিলেছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *