BRAKING NEWS

বিসিসিআই-র অনূর্ধ্ব-২৩ একদিনের লিগে মুম্বই দলে অর্জুন তেন্ডুলকর

মুম্বই, ১১ ফেব্রুয়ারি (হি.স.) : অনূর্ধ্ব-২৩ রাজ্য দলে জায়গা করলেন অর্জুন তেন্ডুলকর৷ অনূর্ধ্ব-১৯ পর্যন্ত বয়সভিত্তিক পর্যায়ে মুম্বই দলের হয়ে প্রতিনিধিত্ব করেছেন আগেই৷ এবার সুযোগ পেলেন অনূর্ধ্ব-২৩ রাজ্য দলে৷আগামী ১৪ ফেব্রুয়ারি থেকে জয়পুরে শুরু হচ্ছে বিসিসিআই-এর অনূর্ধ্ব-২৩ একদিনের লিগ৷ মুম্বইয়ের ১৫ জনের দলে জায়গা করে নিলেন সচিন পুত্র অর্জুন তেন্ডুলকর৷ মূলত ডিওয়াই পাতিল টি-২০ কাপ ও আরএফএস তল্যারখান স্মৃতি আমন্ত্রণী টুর্নামেন্টের নজর কাড়া পারফরম্যান্সের সুবাদেই রাজ্য দলে সুযোগ পেলেন অর্জুন৷অর্জুনের সুযোগ পাওয়া নিয়ে মুম্বইয়ের অনূর্ধ্ব-২৩ কোচ অমিত পাগনিস বলেন, ‘ তল্যারখান স্মৃতি টুর্নামেন্টে স্লগ ওভারে দারুণ বল করেছে অর্জুন৷

বিশেষ করে এমসিএ কোল্টসের বিরুদ্ধে ইনিংসের ১৮ ও ২০ তম ওভারে বল করতে এসে অর্জুন খরচ করেছে মাত্র ৫ রান৷ যশস্বী জসওয়ালের গুরুত্বপূর্ণ উইকেটও তুলে নিয়েছে ও৷ দু’টি ট্রায়াল ম্যাচেও ভালো বল করেছে অর্জুন৷ দু’টি করে উইকেট নিয়েছে৷ ইয়র্কার, বাউন্ডার, স্লোয়ার, সব ধরণের বৈচিত্র্য রয়েছে ওর বোলিংয়ে৷’


তার আগে কেসি মহিন্দ্রা শিল্ডে বিজয় মঞ্জরেকর একাদশের বিরুদ্ধে বিজয় মার্চেন্ট একাদশের হয়ে ৭০ রানে ৬টি উইকেট নেন জুনিয়র তেন্ডুলকর৷অনূর্ধ্ব-২৩ মুম্বই স্কোয়াড: জয় বিস্তা (অধিনায়ক), হার্দিক তামোরে (উইকেটকিপার), সুবেদ পারকর, চিন্ময় সুতার, সিদ্ধার্থ আকরে, কার্শ কোঠারি, তানুশ কোতিয়ান, আকিব কুরেশি, অঞ্জদীপ ল্যাড, ক্রুথিক হানাগাবাদি, আকাশ আনন্দ, আমন খান, অথর্ব আঙ্কোলেকর, অর্জুন তেন্ডুলকর ও সিরাত পাতিল৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *