BRAKING NEWS

রবার্টের অন্তর্বর্তী জামিন, ৬ ফেব্রুয়ারি যেতে হবে ইডি-র দফতরে

নয়াদিল্লি, ৫ ফেব্রুয়ারি (হি.স.): অর্থ তছরুপ মামলায় গত ২ ফেব্রুয়ারি সাময়িকের জন্য স্বস্তি পান ইউপিএ চেয়ারপার্সন সোনিয়া গান্ধীর জামাই রবার্ট বঢরা| আগামী ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত রবার্ট বঢরাকে অন্তর্বর্তীকালীন সুরক্ষা প্রদান করেছে দিল্লির পাটিয়ালা হাউস কোর্ট| এযাবত্ রবার্টকে গ্রেফতার করতে পারবে না তদন্তকারী সংস্থা| তবে, ৬ ফেব্রুয়ারি (ৱুধবার) রবার্টকে ইডি-র দফতরে হাজিরা দিতে নির্দেশ দিয়েছে পাটিয়ালা হাউস কোর্ট| ইডি-র দফতরে হাজিরা দিয়ে তদন্তে সহযোগিতা করার নির্দেশ দিয়েছে পাটিয়ালা হাউস কোর্ট|


লণ্ডনের ব্রায়ানস্টন স্কোয়ারে ১.৯ মিলিয়ন পাউন্ডের সম্পত্তি ক্রয়ের ঘটনায় অর্থ তছরুপ মামলায় অভিযুক্ত রবার্ট বঢরা| ইডি-র অভিযোগ, রবার্টই ওই সম্পত্তির মালিক| তদন্তকারী সংস্থা জানিয়েছে, তাঁদের কাছে খবর এসেছে, লণ্ডনে একাধিক সম্পত্তি রয়েছে রবার্টের| সূত্রের খবর, দেশে ফেরার পরই ৬ ফেব্রুয়ারি তদন্তে সহযোগিতা করবেন রবার্ট| নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ সম্পর্কে রবার্ট অবশ্য জানিয়েছেন, ‘রাজনৈতিক উদ্দেশ্যে আমাকে ফাঁসানো হচ্ছে|’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *