BRAKING NEWS

একদিনের ফর্ম্যাটে দ্বিশত ম্যাচ খেলে বিশ্বরেকর্ড মিতালি রাজের

হ্যামিল্টন, ১ ফেব্রুয়ারি (হি.স.) : মিতালি রাজের মুকুটে ফের নয়া পালক যোগ হল৷ একদিনের ফর্ম্যাটে দ্বিশত ম্যাচ খেলে বিশ্বরেকর্ড গড়লেন একদিনের ম্যাচে ভারতের মহিলা দলের অধিনায়িকা মিতালি রাজ৷ শুক্রবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজের তৃতীয় একদিনের ম্যাচে বিশ্বরেকর্ড গড়েন মিতালি৷তবে ব্যাট হাতে নয়, মেয়েদের ক্রিকেটে সর্বাধিক দুশোটি একদিনের ম্যাচে খেলে মাইলস্টোন গড়লেন রাজ৷ হ্যামিল্টনের সেডন পার্কে কেরিয়ারের দুশোতম একদিনের ম্যাচে নেমেছিলেন মিতালি৷ যদিও ব্যাট হাতে এদিন তাঁকে মাত্র ৯ রানে আউট হয়ে ফিরতে হয়৷ অধিনায়িকার মাইলস্টোন ম্যাচে সতীর্থরাও জয় উপহার দিতে ব্যর্থ৷ কিউয়িদের কাছে ৮উইকেটে সিরিজের শেষ ম্যাচ হারে উইমেন ইন ব্লু৷একনজরে মিতালির একদিনের ক্রিকেট কেরিয়ার-


ম্যাচ-২০০ ম্যাচে খেলেছেন ১৮০ ইনিংসে
রান-৬৬২২
সর্বোচ্চ রান- অপরাজিত ১২৫ রান
শতরান-৭টি
অর্ধশতরান-৫২টি
ব্যাটিং গড়- ৫১.৩৩
মিতালির মাইলস্টোন ম্যাচে এদিন টস জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠায় নিউজিল্যান্ড৷ কিউয়ি পেস-স্পিন ধাক্কায় শুরুটা একেবারেই ভালো করতে পারেনি ব্লু-ব্রিগেড৷ দলগত ১৩ রানে দুই ওপেনারকে হারায় ভারত৷ দীপ্তি শর্মার ৫২ রান ছাড়া কেউই এদিন বলার মতো রান পাননি৷ ব্যাটিং ধসের মুখে পড়ে ৪৪ তম ওভারে ১৪৯ রানে মিতালিদের ইনিংস গুটিয়ে যায়৷ দুই উইকেট হারিয়েই প্রয়োজনীয় এই রান তুলে নেয় নিউজিল্যান্ড৷ হ্যামিলটনে ম্যাচ হারলও আগেই সিরিজ পকেটে পুরেছিল ভারতীয় দল৷ মিতালি ব্রিগেড তিন ম্যাচের সিরিজ জিতল ২-১ ব্যবধানে৷ সিরিজে ১৯৬ রান হাঁকিয়ে সিরিজ সেরার পুরস্কার পেলেন স্মৃতি মান্ধানা৷ আগামী ৬ ফেব্রুয়ারি থেকে কিউয়িদের বিরুদ্ধে তিন ম্যাচের টি-২০ সিরিজে মুখোমুখি হবে ভারত৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *