BRAKING NEWS

বাজেট নয়, বিজেপির নির্বাচনী ইস্তেহার, অভিযোগ মল্লিকার্জুন খাড়গে-র

নয়াদিল্লি, ১ ফেব্রুয়ারি (হি.স.) : এটা বাজেট নয়, আসলে বিজেপির নির্বাচনী ইস্তেহার। ২০১৯-এর অন্তর্বর্তীকালীন বাজেট প্রসঙ্গে এমনই প্রতিক্রিয়া দিলেন লোকসভায় কংগ্রেসের দলনেতা মল্লিকার্জুন খাড়গে। লোকসভা ভোটের আগে ভোটারদের ঘুষ দেওয়ার চেষ্টা করা হচ্ছে বলেও উল্লেখ করলেন তিনি।
বাজেট শেষে লোকসভার বাইরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে খাড়গে বলেন, বিজেপির হাতে এবছরের মে মাস পর্যন্ত সময় আছে। তাই এসব কার্যকরী করার সময় থাকবে না। তিনি বারবার একটাই কথা বলেন, ‘সবটাই ভোটের দিকে তাকিয়ে করা হয়েছে, ভোটারদের সরাসরি ঘুষ দেওয়ার অভিযোগ তোলা যেতে পারে।’

খাড়গের বক্তব্য, গত পাঁচ বছরে বিজেপি কোন কোনও প্রতিশ্রুতি পূরণ করেছে, তা উল্লেখ করেননি পীযূষ গোয়েল। ব্যাংক অ্যাকাউন্টে ১৫ লক্ষ টাকা দেওয়ার কথা উল্লেখ করা হয়নি বলেও জানান তিনি। তাঁর দাবি, পাঁচ বছরে ১০ কোটি চাকরি দেওয়ার আশ্বাসও পূরণ হয়নি। তাঁর মতে, বিজেপি ভাবছে যে তারা এইভাবেই মানুষের ভোট পাবে। কিন্তু, তাঁর আশা মানুষ বুঝব যে বিজেপি আগে তাদের বোকা বানিয়েছে। আবারও সেটাই করবে। কৃষকদের বোকা বানানোর চেষ্টা হচ্ছে বলেও অভিযোগ করেছেন তিনি।
বাজেটে কৃষকদের জন্য বলা হয়েছে, ২ হেক্টরের কম জমির মালিকদের বছরে ৬ হাজার টাকা দেওয়া হবে৷ বছরে তিনটি কিস্তিতে এই টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্ট সরাসরি দিয়ে দেওয়া হবে৷ জোর গলায় পীযূষ গোয়েল দাবি করেন, কৃষকদের রোজগার দ্বিগুণ করা হয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *