BRAKING NEWS

বৃহদ, চমকপ্রদ হিসেবে গড়ে তোলা হবে অযোধ্যায় রাম মন্দির : প্রকাশ জাভরেকর

নয়াদিল্লি, ২৯ জানুয়ারি (হি.স.) : অযোধ্যায় রাম মন্দির ইতিমধ্যে গড়ে তোলা হয়েছে। সেই মন্দিরকে বৃহদ চমকপ্রদ হিসেবে গড়ে তোলার কাজটাই এখন বাকি রয়েছে। মঙ্গলবার বিজেপির সদর দফতরে সাংবাদিক সম্মেলনে এমনই জানালেন কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়নমন্ত্রী প্রকাশ জাভরেকর।এদিন প্রকাশ জাভরেকর বলেন, ‘বিজেপি বিশ্বাস করে অযোধ্যায় রাম মন্দির গড়ে তোলা হয়েছে। প্রতিদিন কয়েক হাজার পূণ্যার্থী এবং দর্শনার্থী প্রতিদিন অযোধ্যায় আসেন। এখন আমাদের মন্দিরটি বৃহদ আকারে গড়ে তুলতে হবে। রাম জন্মভূমিন্যাস এবং অন্যান্য সংগঠনগুলি বৃহদ চমকপ্রদ রাম মন্দির গড়ে তুলবে। রাম জন্মভূমিতে রাম মন্দির গড়ে তোলার দাবিতে বরাবর সরব হয়েছে বিজেপি।

এতে যে আইনি পদ্ধতি গ্রহণ করতে হবে দল এবং সরকার হিসেবে তা করবে বিজেপি। বিষয়টি যেহেতু বিচারাধীন তাই আইন মেনেই এগোনো হবে। বিজেপি সভাপতি অমিত শাহ এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সবাই আইনি পদ্ধতি মেনেই এগোতে চান।’

প্রসঙ্গত, অযোধ্যা নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হল কেন্দ্রীয় সরকার | অবশেষে অযোধ্যা নিয়ে বিশেষ উদ্যোগ দেখাল নরেন্দ্র মোদী সরকার | সুপ্রিম কোর্টে রিট পিটশন দাখিল করেছে কেন্দ্র | শীর্ষ আদালতে ৬৭ একর অবিতর্কিত জমি ফেরতের আবেদন জানানো হয়েছে| অযোধ্যার বিতর্কিত জমির পাশ্ববর্তী অধিগৃহীত জমি মালিকদের ফিরিয়ে দেওয়ার আবেদন জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে কেন্দ্র| ওই ৬৭ একর জমিতে নির্মাণের অনুমতি চাইল কেন্দ্র|

২০০৩ সালে বিতর্কিত রাম জন্মভূমি-বাবরি মসজিদ চত্বরে গোটা জমির উপর স্টেটাস কো জারি করেছিল সুপ্রিম কোর্ট| কেন্দ্র চাইছে, অবিতর্কিত জমির উপর থেকে স্টেটাস কো তুলে নেওয়া হোক| ১৯৯১ সালে অধিগৃহীত জমির বাড়তি অংশ রাম জন্মভূমি ন্যাস (রাম মন্দিরের ট্রাস্ট) ফেরত চাইছে বলে রিট পিটিশনে জানিয়েছে কেন্দ্র| আসন্ন লোকসভা নির্বাচনের প্রাক্কালে মোদী সরকারের এই উদ্যোগ যথেষ্ট তাত্পর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে|প্রসঙ্গত, ২৫ বছর আগে সরকারের অধিগৃহীত ৬৭ একর জমির উপর স্টেটাস কো জারি রয়েছে| তার মধ্যে বিতর্কিত জমি হল ২.৭ একর|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *