BRAKING NEWS

শিক্ষক বদলি প্রত্যাহার করার দাবি নিয়ে আন্দোলনে নামলো ছাত্র ছাত্রীরা

নিজস্ব প্রতিনিধি,আগরতলা, ২৪ জানুয়ারি : উত্তর জেলার কালাগাঙ্গেরপার উচ্চতর মাধ্যমিক  বিদ্যালয়ে শিক্ষক সুবোধ দাসের বদলি প্রত্যাহার করা সহ মোট আটটি গুরুত্ব পূর্ণ দাবি নিয়ে আন্দোলনে নামলো বিদ্যালয়ের কচিকাঁচা ছাত্র ছাত্রীরা । আজ সকাল সাতটা থেকে বিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা ক্লাস বয়কট করে স্কুলের গেটের সামনে অবরোধ গড়ে তোলে ।প্রখর রৌদ্রের মধ্যে দাড়িয়ে বিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা দীর্ঘ চার ঘন্টা একটানা আন্দোলন গড়ে তুলে ।

স্কুলের মূল গেটের সামনে বাশ দিয়ে ব্যরিগেট তৈরি করা হয়েছিল । শিক্ষকরা নির্ধারিত সময়ে উপস্থিত হলেও ছাত্র ছাত্রীরা তাদেরকে স্কুল চত্বরে প্রবেশ করতে দেয়নি। যার ফলে শিক্ষক-শিক্ষিকরাও ব্যরিগেটের বাহিরে দাড়িয়ে থাকতে হয়েছে। এদিকে আন্দোলনের খবর পেয়ে সেখানে ছুটেযান বিজেপি দলের বিশিষ্ট নেতা  সুব্রত দেব, সুভাশীস সেন, আব্দুল খালিক, ও ময়ুব আলী প্রমুখরা । তারা ছাত্র ছাত্রী ও শিক্ষকদের নিয়ে এক আলোচনা সভায় বসেন ।আলোচনা সভায় ছাত্র ছাত্রীদের পক্ষে জাকির হোসেন বিদ্যালয়ের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। এতে বিদ্যালয়েরও বিষয় শিক্ষক সুবোধ দাসের অন্যত্র বদলি প্রত্যাহার সহ ইংরেজি শিক্ষক নিয়োগ, মিডডে মিল, বিদ্যালয়ের পাকাগৃহের অসমাপ্ত কাজ সম্পন্ন করা ইত্যাদি প্রায় আটটি গুরুত্বপূর্ণ দাবি উত্থাপন করেন ছাত্র নেতা জাকির হোসেন ।পরে উপস্থিত বিশিষ্ট জনেরা এ বিষয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে পর্যায় ক্রমে দাবিগুলো পুরনের আশ্বাস দেন। এবং শিক্ষক সুবোধ দাসের বদলি প্রত্যাহার করা হবে বলে আলোচনা সভায় আশ্বাস দেন বিশিষ্ট জনেরা।তাদের আশ্বাসে ছাত্র ছাত্রীদের অনির্দিষ্ট কালীন আনেদালন প্রত্যাহার করা হয় ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *