BRAKING NEWS

সংবাদমাধ্যমের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন মায়াবতী

নয়াদিল্লি, ১৭ জানুয়ারি (হি.স.) : নিজের ভাইপোর বিরুদ্ধে এক শ্রেণীর সংবাদমাধ্যম অপপ্রচার চালাচ্ছে বলে দাবি করলেন বহুজন সমাজ পার্টি (বসপা) সুপ্রিমো মায়াবতী। পাশাপাশি নিজের রাজনৈতিক বিরোধীদের বৃহস্পতিবারের সাংবাদিক সম্মেলনে তুলোধুনো করেন তিনি।এদিন মায়াবতী বলেন, ‘বসপার জনপ্রিয়তা এবং সপার সঙ্গে জোটের ফলে দলিত বিরোধী এবং বর্ণবিদ্বেষী দলগুলি অচলাবস্থা তৈরি করতে চাইছে। আমাদের বিরুদ্ধে অশালীন মন্তব্য করা হয়েছে। এমনকি কিছু সংবাদমাধ্যমও এমন ধরণের মন্তব্য করেছে। কিছু টিভি চ্যানেল ভুল তথ্য দিয়ে বিভ্রান্ত করার চেষ্টা করছে। আমার ভাইপো আকাশের ভাবমূর্তিকে কালিমালিপ্ত করার চেষ্টা চলছে।’ নিজের ভাইপোর রাজনীতিতে যোগ দেওয়ার প্রসঙ্গে বলতে গিয়ে মায়াবতী বলেন, সম্প্রতি আনন্দকে দলের সহ-সভাপতি পদে বসিয়েছি। আমি নিজে কাশীরাম জির শিষ্যা। আমি বসপার আন্দোলন সম্পর্কে আকাশকে অবগত করতে চাই। তাই তাঁকে দলে এনেছি।

প্রসঙ্গত, ১১ জানুয়ারি উত্তর প্রদেশের রাজধানী লখনউয়ে যৌথ সাংবাদিক সম্মেলন করলেন বহুজন সমাজ পার্টি (বিএসপি) সুপ্রিমো মায়াবতী এবং সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব|শনিবার লখনউয়ে যৌথ সাংবাদিক সম্মেলন করে মায়াবাতী এবং অখিলেশ জানিয়েছেন, লোকসভা নির্বাচনে উত্তর প্রদেশের ৩৮টি আসনে লড়বে বহুজন সমাজ পার্টি এবং ৩৮টি আসনে লড়বে সমাজবাদী পার্টি| অন্যান্য রাজনৈতিক দলের জন্য দু’টি আসন ছেড়ে দেওয়া হয়েছে| আমেঠি এবং রায়বরেলি লোকসভা আসন কংগ্রেসের জন্য ছেড়ে দেওয়া হয়েছে| 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *