BRAKING NEWS

ফিলিপ কোটলার প্রেসিডেন্সিয়াল পুরস্কারে সম্মানিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

নয়াদিল্লি, ১৪ জানুয়ারি (হি.স.) : ফিলিপ কোটলার প্রেসিডেন্সিয়াল পুরস্কার পেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অনবদ্য নেতৃত্ব প্রদান, দেশের প্রতি স্বার্থহীন সেবার জন্যই তাঁকে এই পুরস্কারে ভূষিত করা হয়েছে বলে জানা গিয়েছে।পুরস্কারের মানপত্রে লেখা হয়েছে, ‘তাঁর নেতৃত্বে দেশ আর্থিক, সমাজিক এবং প্রযুক্তিগত উন্নয়নের পথে এগিয়ে চলেছে। তাঁর জন্যই ভারত এখন উদ্ভাবন এবং উৎপাদনের কেন্দ্র হয়ে উঠেছে। তথ্যপ্রযুক্তি, আর্থিক এবং পেশাদারি ক্ষেত্রে আন্তর্জাতিক হ্যাবে পরিণত হয়েছে। প্রধানমন্ত্রী মোদীর দূরদর্শিতার ফলে ভারতে ডিজিট্যাল বিপ্লব ঘটেছে। যেমন সামাজিক এবং আর্থিক অন্তভুক্তির ক্ষেত্রে আধার কার্ড গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে।

নতুন উদ্যোগপতি তৈরি করার পাশাপাশি পরিকাঠামোগত উন্নতি এবং ইজ অফ ডুয়েনিং বিজনেজের ক্ষেত্রে উল্লেখজনক কাজ হয়েছে। মেক ইন ইন্ডিয়া, স্টার্টআপ ইন্ডিয়া, ডিজিট্যাল ইন্ডিয়া এবং স্বচ্ছ ভারতের মতো পদক্ষেপ নেওয়ার ফলে ভারত উদ্যোগপতিদের পছন্দের জায়গায় পরিণত হয়েছে।’প্রসঙ্গত, নর্থওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের, ক্যালগ স্কুল অফ মেনেজমেন্টের প্রখ্যাত অধ্যাপক ফিলিপ কোটলার এই পুরস্কার করে থাকেন। তিনি অসুস্থ হওয়ায় তাঁর জায়গায় আমেরিকার জর্জিয়ার এমোরয় বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জগদীশ শেঠ প্রধানমন্ত্রীর হাতে পুরস্কারটি তুলে দেন। রাজধানী দিল্লির ৭ লোককল্যাণ মার্গের নিজের বাসভবনে পুরস্কারটি গ্রহণ করেন প্রধানমন্ত্রী। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *