BRAKING NEWS

লোকসভা নির্বাচনে উত্তরপ্রদেশে ভাল ফল করবে বিজেপি : মুক্তার আব্বাস নাকভি

নয়াদিল্লি, ১৩ জানুয়ারি (হি.স.) : আসন্ন লোকসভা নির্বাচনে উত্তরপ্রদেশে ভাল ফল করার ক্ষেত্রে আশাবাদী কেন্দ্রীয় সংখ্যালঘু বিষয়কমন্ত্রী মুক্তার আব্বাস নাকভি। পাশাপাশি সার্বিক ভাবে গোটা দেশে ভাল ফল করার ক্ষেত্রেও আশাবাদী তিনি।শনিবার লখনউয়ে যৌথ সাংবাদিক সম্মেলন করে মায়াবাতী এবং অখিলেশ জানিয়েছেন, লোকসভা নির্বাচনে উত্তর প্রদেশের ৩৮টি আসনে লড়বে বহুজন সমাজ পার্টি এবং ৩৮টি আসনে লড়বে সমাজবাদী পার্টি| অন্যান্য রাজনৈতিক দলের জন্য দু’টি আসন ছেড়ে দেওয়া হয়েছে| আমেঠি এবং রায়বরেলি লোকসভা আসন কংগ্রেসের জন্য ছেড়ে দেওয়া হয়েছে| এ প্রসঙ্গে রবিবার কেন্দ্রীয় সংখ্যালঘু বিষয়কমন্ত্রী মুক্তার আব্বাস নাকভি বলেন, ‘এইরকমের জোট হওয়া থেকে এটা প্রমাণিত এই সব দলগুলির একা লড়াই করার কোনও ক্ষমতা নেই।

তাই জোট বেঁধেছে।’ কংগ্রেসকে ঠেস দিয়ে তিনি বলেন, কংগ্রেসের অতিবড় সমর্থকও উত্তরপ্রদেশে দলের ভাল ফল করার ক্ষেত্রে আশাবাদী নয়। এই যদি কংগ্রেস সমর্থকদের হাল, তখন ভেবে দেখুন উত্তরপ্রদেশবাসী কি মনে করছে।’ এদিন রাজধানী দিল্লির বাবা খরগ সিং মার্গে হুনার হাটের উদ্বোধন করতে আসেন মুক্তার আব্বাস নাকভি | এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলিও । সেখানে দুই নেতাই নিশ্চিত হয়ে বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যোগ্য নেতৃত্বে বিজেপি এবং এনডিএ কেন্দ্রে ফের ক্ষমতায় আসতে চলেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *