BRAKING NEWS

সিবিআই-এর অতিরিক্ত অধিকর্তার দায়িত্বভার বুঝে নিলেন এম নাগেশ্বর রাও, অলোক বর্মার সমস্ত নির্দেশ প্রত্যাহার

নয়াদিল্লি, ১১ জানুয়ারি (হি.স.): আবারও ফিরে পেলেন দায়িত্ব| সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (সিবিআই)-এর অতিরিক্ত ডিরেক্টর হিসেবে দায়িত্বভার বুঝে নিলেন এম নাগেশ্বর রাও| সুপ্রিম কোর্টের রায়ে ক্ষমতা ফিরে পাওয়ার পরও ক্ষমতাচ্যুত হয়েছেন অলোক বর্মা| বৃহস্পতিবারই অলোক বর্মাকে সিবিআই ডিরেক্টর পদ থেকে সরিয়ে স্বরাষ্ট্রমন্ত্রকের অধীন হোমগার্ড, দমকল ও অসামরিক প্রতিরক্ষা বিভাগের শীর্ষ কর্তার পদে বসানো হয়েছে| সিবিআই-এর ডিরেক্টর পদ থেকে অলোক বর্মা সরে যাওয়ার একদিন পরই, শুক্রবার সিবিআই-এর অতিরিক্ত অধিকর্তা হিসেবে দায়িত্বভার বুঝে নিলেন এম নাগেশ্বর রাও|


কেন্দ্রের বিজ্ঞপ্তি অনুযায়ী, নতুন ডিরেক্টর নিয়োগ না হওয়া পর্যন্ত আগের মতোই সিবিআই অধিকর্তা হিসেবে কাজের দেখভাল করবেন অতিরিক্ত ডিরেক্টর এম নাগেশ্বর রাও| পাশাপাশি সিবিআই-এর অতিরিক্ত অধিকর্তার দায়িত্ব নেওয়ার পরই অলোক বর্মার সমস্ত নির্দেশ প্রত্যাহার করেছেন এম নাগেশ্বর রাও| উল্লেখ্য, সিবিআই ডিরেক্টর অলোক বর্মা এবং সিবিআই-এর স্পেশ্যাল ডিরেক্টর রাকেশ আস্থানা পরস্পরের প্রতি দুর্নীতির অভিযোগ এনেছিলেন| ওই পরিস্থিতিতে ২০১৮ সালের ২৩ অক্টোবর মধ্যরাতে দু’জনকেই ছুটিতে পাঠানোর সিদ্ধান্ত নেয় কেন্দ্রীয় সরকার| সিবিআই-এর অন্তর্বর্তীকালীন ডিরেক্টর হিসেবে নিয়োগ করা হয়েছিল নাগেশ্বর রাওকে| আচমকা ছুটিতে পাঠানোর সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিলেন অলোক বর্মা| শীর্ষ আদালতের নির্দেশে অলোক বর্মার বিরুদ্ধে অভিযোগ খতিয়ে দেখে তদন্তভার দেওয়া হয়েছিল সেন্ট্রাল ভিজিল্যান্স কমিশন (সিভিসি)-কে| গত মঙ্গলবার শীর্ষ আদালত জানায়, অলোক বর্মাকে পুনরায় সিবিআই ডিরেক্টর পদে ফিরিয়ে আনতে হবে| সুপ্রিম কোর্টের রায়ের পরবর্তী দিনই বুধবার সকালে সিবিআই অধিকর্তার দায়িত্ব বুঝে নেন অলোক বর্মা|সিবিআই অধিকর্তার দায়িত্ব ভার বুঝে নেওয়ার পরই বেশ কিছু সিদ্ধান্ত নেন অলোক বর্মা| বিশেষ করে বদলি করার নির্দেশ দেন পাঁচজন অফিসারকে| পাশাপাশি ১০ জন সিবিআই অফিসারের বদলির নির্দেশ রদ করেন তিনি| যে সব অফিসারকে বদলি করার নির্দেশ দেন অলোক বর্মা তাঁদের মধ্যে রয়েছেন, জেডি অজয় ভটনগর, ডিআইজি এম কে সিনহা, ডিআইডি তরুণ গৌবা, জেডি মুরুগেশন, এ ডি এ কে শর্মা| এরপর বৃহস্পতিবার রাতের সিদ্ধান্তে সিবিআই ডিরেক্টর পদ থেকে সরিয়ে স্বরাষ্ট্রমন্ত্রকের অধীন হোমগার্ড, দমকল ও অসামরিক প্রতিরক্ষা বিভাগের শীর্ষ কর্তার পদে বসানো হয়েছে অলোক বর্মাকে| শুক্রবার সিবিআই-এর অতিরিক্ত অধিকর্তার দায়িত্ব নেওয়ার পরই অলোক বর্মার সমস্ত নির্দেশ প্রত্যাহার করেছেন এম নাগেশ্বর রাও| 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *