ভুবনেশ্বর, ৮ জানুয়ারি (হি.স.) : কৃষকদের একাধিক দাবিতে উত্তাল ওডিশা। রাজ্য সরকারের কৃষি নীতির বিরোধিতা করে রাজ্যের বিভিন্ন জায়গায় বিক্ষোভ দেখায় একাধিক কৃষক সংগঠন। রাজ্যের অন্যতম বিরোধী দল বিজেপিও এই বিক্ষোভে যোগ দেয়।এদিন রাজধানী দিল্লির তালকোটরা ইনডোর স্টেডিয়ামে বিজেডির তরফ থেকে ‘কৃষক অধিকার সমাবেশ’-এর আয়োজন করা হয়। অন্যদিকে ওডিশায় রাজ্য সরকারের বিরোধিতা করে পথে নামে নবনির্মাণ কৃষক সংগঠন। কৃষিজাত পণ্যের সহায়ক ন্যা্য্য দাম এবং বর্ষীয়ান কৃষকদের পেনশন প্রদানের দাবিতে ভুবনেশ্বরের রাজভবনের সামনে বিক্ষোভ দেখায় নবনির্মাণ কৃষক সংগঠন। এই প্রসঙ্গে সংগঠনের আহ্বায়ক অক্ষয় কুমার জানিয়েছেন, ওডিশায় কৃষকদের দুর্দশা নিয়ে চিন্তিত নয় রাজ্যসরকার এবং মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক। আসন্ন বিধানসভা নির্বাচনের দিকে নজর রেখে রাজধানী দিল্লির বুকে বিক্ষোভ দেখাচ্ছে তারা।এদিন রাজ্য বিজেপির তরফ থেকে সচিবালয় ঘেরাও কর্মসূচী করা হয়। ধান বিক্রির জন্য পর্যাপ্ত মান্ডির দাবিতে এদিন বিজেপির তরফ থেকে কুশপুতুল পোড়ানো হয়। বিজেপি নেতা প্রতাপ সারাঙ্গি বলেন, রাজ্যে ধান বিক্রির জন্য পর্যাপ্ত মান্ডি নেই। রাজ্য সরকারের ভ্রান্ত নীতির জন্য আত্মহত্যা করছে কৃষকেরা। মুখ্যমন্ত্রীর ঘোষণা পরেও কৃষকদের জন্য বোনাস দেয়নি প্রশাসন।

অন্যদিকে রাজ্য কংগ্রেসের কৃষক সেলের তরফ থেকে রাজভবন পর্যন্ত মিছিল করা হয়। সেখানে গিয়ে রাজ্যপালকে স্মরকলিপি দেওয়া হয়। এই প্রসঙ্গে কংগ্রেস নেতা অমিয় কুমার পট্টনায়ক বলেন, কৃষি ঋণ মকুব, প্রতি কুইন্টাল ধানের দাম ৭৫০ টাকা বোনাস দিতে হবে। পর্যাপ্ত মান্ডি গড়ে তুলতে হবে। রাজ্যের প্রদেশ কংগ্রেস সভাপতি নিরঞ্জন পট্টনায়ক ট্যুইটবার্তায় লিখেছেন, নবীন পট্টনায়ক এবং তাঁর সহযোগীরা পিকনিক করতে দিল্লি গিয়েছেন। এর জন্য খরচ হয়েছে ৫২ লক্ষ টাকা। এই টাকা দিয়ে যদি কৃষকদের ঋণ মকুব করে দেওয়া যেত। কৃষকদের জন্য কুম্ভীরাশ্রু ফেলছেন মুখ্যমন্ত্রী।
