BRAKING NEWS

আশাহত চেতেশ্বর পূজারা, ১৯৩ রানে আউট

সিডনি, ৪ জানুয়ারি (হি.স.) : আশাহত হলেন চেতেশ্বর পূজারা৷ দ্বিশতরানের দোড়গোড়ায় পৌঁছেও অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবার ডাবল সেঞ্চুরির স্বাদ নিতে ব্যর্থ হলেন পূজারা৷ মাত্র ৭ রান দূরে থামলেন টিম ইন্ডিয়ার নম্বর তিন এই ব্যাটসম্যান৷ ১৯৩ রানে নাথান লায়নের শিকার হলেন তিনি৷
এসসিজি-তে দ্বিতীয়দিন অজি বোলারদের বিরুদ্ধে লড়াই জারি ছিল ভারতীয় ব্যাটসম্যানদের৷ শুক্রবার চার উইকেটে ৩০৩ রানে খেলা শুরু করে লাঞ্চে ভারতের স্কোর ছিল পাঁচ উইকেটে ৩৮৯ রান৷

হনুমা বিহারী প্যাভিলয়নে ফিরলেও লড়াই চালিয়ে যান পূজারা৷ পঞ্চম উইকেটে ১০১ রানের গুরুত্বপূর্ণ পার্টনারশিপ গড়ে ব্যক্তিগত ৪২ রানে নাথান লায়নের শিকার ছিলেন বিহারী৷ আর ব্যক্তিগত ১৮১ রানে লাঞ্চের পর খেলা শুরু করে ১২ রান যোগ করে প্যাভিলিয়নে ফিরে যান পূজারা৷ অতিরিক্ত ডিফেন্সিভ হতে গিয়ে লায়নের হাতে কট অ্যান্ড বোল্ড হন সৌরাষ্ট্রের এই ব্যাটসম্যান৷ব্যক্তিগত ১৩০ রানে এদিন খেলা শুরু করা পূজারা লাঞ্চের আগে যোগ করেন ৫১ রান৷ সাবলীল ভঙ্গিতেই টপকে যান দেড়শো রানের গণ্ডি৷ পূজারা প্রাচীরে প্রতিহত হন অজি বোলারদের প্রয়াস৷ সিরিজের প্রথম টেস্ট অ্যাডিলেড ওভালে ১২৩ রানের ইনিংস খেলেই তাঁর ফর্মের ইঙ্গিত দিয়েছিলেন পূজারা৷ তার পর মেলবোর্নে বক্সিং ডে টেস্টের পর সিডনিতে গোলাপি টেস্ট৷ শেষ দু’টি টেস্টে সেঞ্চুরি করে অস্ট্রেলিয়া সফরে তিনটি সেঞ্চুরি করে বৃহস্পতিবার সিডনি টেস্টের প্রথম দিনেই সুনীল গাভাস্করকে ছুঁয়েছিলেন পূজারা৷ তাঁর সামনে রয়েছে কেবল বিরাট কোহলি৷ ২০১৪-১৫ মরশুমে অস্ট্রেলিয়া সফরে ভারতীয়দের সর্বাধিক চারটি টেস্ট সেঞ্চুরি রয়েছে কোহলির৷


ডাবল সেঞ্চুরি হাতছাড়া হলেও এদিন অস্ট্রেলিয়ার মাটিতে ভারতীয় ব্যাটসম্যান হিসেবে সর্বাধিক বল ফেস করার ক্ষেত্রে রাহুল দ্রাবিড়কে পিছনে ফেলেছেন পূজারা৷ এদিন সর্বাধির ১২০৩ বল খেলার রেকর্ড ছিল দ্রাবিড়ের দখলে৷ কিন্তু শুক্রবার সাকালেই দ্রাবিড়কে টপকে নজির গড়েন পূজারা৷ টপকে যেতে পারতেন তাঁর ব্যক্তিগত সর্বোচ্চ রানকেও৷অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আগে দু’টি ডাবল সেঞ্চুরি রয়েছে পূজারার৷ এদিন তৃতীয় ডাবল মিস করেন৷ ২০১২ প্রথমবার হায়দরাবাদ টেস্টে অজিদের বিরুদ্ধে ডাবল সেঞ্চুরি করেছিলেন৷ তার পর ২০১৭ রাঁচিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় দ্বিশতরানের ইনিংস খেলেছিলেন৷ কিন্তু এদিন অল্পের জন্য থেমে যান ভারতীয় ক্রিকেটের নয়া ডিপেন্ডেবল৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *