BRAKING NEWS

ক্রিকেট গুরু রমাকান্ত আচরেকরের শেষকৃত্যে হাজির সচিন-কাম্বলি, শেষ শ্রদ্ধা গুরুকে

মুম্বই, ৩ জানুয়ারি (হি.স.) : বৃহস্পতিবার শেষকৃত্য সম্পন্ন হল ক্রিকেট গুরু রমাকান্ত আচরেকরের৷ দীর্ঘ রোগভোগের পর বুধবার শেষ নিঃশ্বাস ত্যাগ করে সচিন তেন্ডুলকরের ছোটবেলার ক্রিকেটগুরু আচরেকর স্যার৷


রমাকান্ত আচেরেকর

বৃহস্পতিবার সকালে তাঁর মরদেহ শিবাজী পার্কে নিয়ে আসা হয়৷ সেখানেই অগুণিত ক্রিকেট ছাত্ররা তাঁকে শেষশ্রদ্ধা জানায়৷ তাঁর কোচিং কেরিয়ারের দুই প্রধান ছাত্র সচিন ও বিনোদ কাম্বলিকে কান্নায় ভেঙে পড়তে দেখা যায়৷ স্যারের উদ্দেশ্যে তাঁর ছাত্ররা শেষযাত্রায় এদিন ‘অমর রহে’ স্লোগান তোলে৷ অন্তিম যাত্রায় গুরু আচরেকরকে কাঁধ দেন সচিন তেন্ডুলকর৷উল্লেখ্য, বুধবার সচিন তেন্ডুলকরের ক্রিকেটগুরু রমাকান্ত আচেরেকর মারা যান৷ মৃত্যুকালে বয়স হয়েছিল ৮৬ বছর৷ ক্রিকেটের শিক্ষাগুরু হিসেবে দ্রোণাচার্য ও পদ্মশ্রী পুরস্কারে ভূষিত ছিলেন আচরেকর৷ সচিন ছাড়াও তাঁর শিক্ষায় ভারতীয় ক্রিকেটকে সমৃদ্ধ করেছেন অনেক ক্রিকেটারই৷ সচিন ছাড়াও ভারতকে বিনোদ কাম্বলি, প্রবীণ আমরের মত ক্রিকেটার দিয়েছেন আচরেকর স্যার৷ মুম্বইয়ের দাদরের শিবাজী পার্কে তাঁর ক্রিকেট কোচিং ক্যাম্প কারোর অজানা নয়৷ শিবাজি পার্কে আচরকেরের হাতেই ক্রিকেটের হাতেখড়ি হয়েছিল সচিন রমেশ তেন্ডুলকরের৷ জীবনে একমাত্র প্রথমশ্রেণির ম্যাচ খেলা আচেরকর সচিনের ক্রিকেটগুরু হিসেবে ক্রিকেটবিশ্বে পরিচিত ছিলেন৷ আন্তর্জাতিক ক্রিকেটকে গুডবাই জানানোর বছর পাঁচেক পরেও গুরু পুর্ণিমায় ক্রিকেটগুরুকে স্মরণ করতে ভোলেননি লিটল মাস্টার৷

মাত্র ১২ বছর বয়সে দাদা অজিত তেন্ডুলকরের হাত ধরে আচরেকের কাছে ক্রিকেট শিখতে গিয়েছিলেন৷ মাত্র ১৬ বছরে করাচি টেস্ট অভিষেক হয়েছিল মাস্টারের৷ তার পর দীর্ঘ ২৪ বছর আন্তর্জাতিক ক্রিকেটকে শাসন করেছে তাঁর ব্যাট৷ আন্তর্জাতিক ক্রিকেটে শততম সেঞ্চুরির মালিক আরও স্মরণ করেন তাঁর গুরুকে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *