BRAKING NEWS

শুধু ‘বন্দেমাতরম’ নয়, গাওয়া হবে ‘জন গণ মন’, ঘোষণা মুখ্যমন্ত্রী কমল নাথ-র

ভোপাল, ৩ জানুয়ারি (হি.স.) : অবশেষে বিতর্কের অবসান ঘটল মধ্যপ্রদেশে। আর এই বিতর্কে অবসান ঘটালেন খোদ মুখ্যমন্ত্রী কমল নাথ। মধ্যপ্রদেশে বিজেপি সরকারের আমলে প্রত্যেক মাসের প্রথম কাজের দিনে ‘বন্দেমাতরম’ গাইতে হত। এই নিয়ম চালু করেছিল মধ্যপ্রদেশের বিজেপি সরকার। এবার কংগ্রেস ক্ষমতায় এসে সেই রীতি বন্ধ করে দেওয়ায় বুধবার থেকে তৈরি হয় বিতর্ক। অবশেষে সেই বিতর্কে জল ঢেলে কংগ্রেসের মুখ্যমন্ত্রী কমল নাথ বললেন, শুধু ‘বন্দেমাতরম’ নয় গাওয়া হবে ‘জন গণ মন’ও।

গত মঙ্গলবার মাসের শুরুতে কাজের প্রথম দিন হওয়া সত্বেও ‘বন্দেমাতরম’ গাওয়া হয়নি। এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী কমল নাথকে আক্রমণ করেন প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। এরপরই কমল নাথ জানান, প্রত্যেক মাসের প্রথম কাজের দিনে বিধায়করা ঠিক ১০টা ৪৫ মিনিটে শৌর্য স্মারক থেকে বল্লভ ভবনের দিকে মার্চ করে যাবেন। সেইসময় দেশাত্মবোধক গানের সুর বাজাবে পুলিশ ব্যান্ড। এরপর বল্লভ ভবনে গিয়ে ‘বন্দেমাতরম’ ও ‘জন গণ মন’ দুটি গানই গাইবেন বিধায়করা।মাসের প্রথম দিন সচিবালয় সহ সব সরকারি দফতরে ‘বন্দেমাতরম’ গান গাইতে হবে কর্মীদের৷ এতেই বাড়বে দেশাত্ববোধ৷ ক্ষমতায় থাকাকালীন এমনই নির্দেশ জারি করেছিলেন শিবরাজ সিং চৌহান। তবে, দেশাত্ববোধ জাগ্রত করার জন্য ‘বন্দেমাতরম’ কেবল মাসের প্রথম দিন সরকারি দফতরে প্রয়োজনীয় বলে মনে করছে না সদ্য ক্ষমতায় আসা কংগ্রেস সরকার৷ তবে বিষয়টির সঙ্গে যেহেতু জড়িয়ে দেশাত্ববোধ, বন্দেমাতরম তাই এক ধাক্কায় তা বাতিল বলেও জানায়নি৷ এক্ষেত্রে কিছুটা কৌশলি পদক্ষেপ কমল নাথ সরকারের৷ আপাতত বিজেপি সরকারের ‘বন্দেমাতরম নির্দেশ’ স্থগিত করা হচ্ছে বলে জানিয়ে দেওয়া হয়৷ এতেই বিতর্ক দেখা দেয়৷

কংগ্রেস সরকারের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তোলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান৷ বন্দেমাতরমকে দেশকে ভালোবাসার মন্ত্র বলেও আখ্যায়িত করেন তিনি৷ শিবরাজ সিং চৌহান বলেন, ‘‘বর্তমান সরকারকে অনুরোধ করেছিলাম বন্দেমাতম গান করার রীতি যেন তুলে দেওয়া না হয়৷ কিন্তু তা মানা হল না৷ ব্রিটিশদের তাড়াতে এই গানই ছিল বিপ্লবীদের কাছে বীজমন্ত্র৷ সরকার আসবে, যাবে৷ কিন্তু দেশ সবার আগে৷’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *