BRAKING NEWS

প্রতীক্ষার অবসান, সুপ্রিম কোর্টে অযোধ্যা মামলার শুনানি ৪ জানুয়ারি

নয়াদিল্লি, ৩ জানুয়ারি (হি.স.): দীর্ঘ দিনের প্রতীক্ষার অবসান হতে চলেছে শুক্রবার, ৪ জানুয়ারি| ওই দিন সুপ্রিম কোর্টে শুনানি হবে অযোধ্যা মামলার| সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রঞ্জন গগৈ এবং বিচারপতি এস কে কউলের বেঞ্চে রাম জন্মভূমি-বাবরি মসজিদ মামলার শুনানির সম্ভাবনা| প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চ সিদ্ধান্ত নেমে অযোধ্যা মামলার শুনানি কি ভাবে হবে এবং কবে থেকে হবে| ২০১০ সালে বিতর্কিত জমি সুন্নি ওয়াকফ বোর্ড, নির্মোহী আখরা এবং রাম লাল্লার মধ্যে সমানভাবে ভাগ করে দেয় এলাহাবাদ হাইকোর্ট| এই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে ১৪টি আবেদন জমা পড়েছে|

এর আগে ২০১৮ সালের ২৯ অক্টোবর অযোধ্যার বিতর্কিত জমি সংক্রান্ত মামলার শুনানি পিছিয়ে দেয় সুপ্রিম কোর্ট| শীর্ষ আদালত জানায়, জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে শুনানির দিনক্ষণ ঠিক হবে| অযোধ্যায় মামলায় তৈরি হতে পারে নতুন বেঞ্চ| সম্ভবত নতুন বেঞ্চই স্থির করবে শুনানির নতুন তারিখ| অযোধ্যার বিতর্কিত জমি সংক্রান্ত মামলায় শীর্ষ আদালত কি রায় দেয় সে দিকেই নজর গোটা দেশবাসীর|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *