BRAKING NEWS

রাম মন্দির নির্মাণ নিয়ে আদালতের রায়ের অপেক্ষা করা যাবে না : বিশ্ব হিন্দু পরিষদ

নয়াদিল্লি, ২ জানুয়ারি (হি.স.) : অযোধ্যায় রাম মন্দির নির্মাণ নিয়ে ফের কেন্দ্রের উপর চাপ বাড়াল বিশ্ব হিন্দু পরিষদ। মঙ্গলবার এক সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছিলেন সুপ্রিম কোর্টে অযোধ্যায় মামলার নিষ্পত্তির পরেই এই বিষয়ে সিদ্ধান্ত নেবে কেন্দ্র। কিন্তু রাম মন্দির ইস্যুতে অপেক্ষা করতে নারাজ বিশ্বহিন্দু পরিষদ। আমরা আর অনন্তকাল ধরে অপেক্ষা করতে পারব না, বলে বুধবার জানিয়েছেন বিশ্বহিন্দু পরিষদের কার্যকারী সভাপতি অলোক বর্মা। অযোধ্যায় রাম মন্দির নির্মাণের জন্য কেন্দ্রকে অর্ডিন্যান্স জারি করতে হবে।

এদিন অলোক বর্মা বলেন, ‘রাম মন্দির মামলায় সুপ্রিম কোর্টে এখনও পর্যন্ত বেঞ্চ তৈরি হয়নি। অযোধ্যায় রাম মন্দির নির্মাণের জন্য কেন্দ্রের কাছে আমরা অর্ডিন্যান্স জারি করার আর্জি জানাচ্ছি। ৩১ জানুয়ারি থেকে পয়লা ফেব্রুয়ারি পর্যন্ত কুম্ভ মেলার চলার সময় ধর্ম সংসদের আয়োজন করা হবে সেখানে সারা দেশ থেকে আসা সাধুরা ঠিক করবে রাম মন্দির নিয়ে পরবর্তী পদক্ষেপ কি নেওয়া হবে।’রাম মন্দির নির্মাণের জন্য কংগ্রেসের সহযোগিতা চেয়ে অলোক বর্মা জানিয়েছেন, রাম মন্দির নিয়ে প্রধানমন্ত্রী বিভ্রান্তি সৃষ্টি করেছেন। আদালতের রায়ের জন্য আমরা আর অপেক্ষা করতে পারব না। সংসদে আইন প্রণয়ন করে রাম মন্দির নির্মাণের পথ সুগম করতে হবে। রাম মন্দির তৈরি না পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবে পরিষদ। ৬৯ বছর ধরে বিষয়টি আদালতে ঝুলে রয়েছে। সরকারের উচিত আইন প্রণয়ন করা। সুপ্রিম কোর্ট এখনও পর্যন্ত এই মামলার মধ্যিখানে যেতে পারেনি। অর্ডিন্যান্স মাধ্যমে রাম মন্দির নির্মাণ। । আদালতের রায়ের জন্য অনির্দিষ্ট কালের জন্য হিন্দুরা বসে থাকতে পারবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *