গাজিপুর, ৩১ ডিসেম্বর (হি.স.) : উত্তরপ্রদেশের গাজিপুর হিংসায় পুলিশ কনস্টেবল খুনে এখনও পর্যন্ত ২৭ জনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ কনস্টেবল সুরেশ ভাই খুনের ঘটনাকে দুর্ভাগ্যজনক হিসেবে আখ্যা দিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী মহেশ শর্মা।
শনিবার গাজিপুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভা ছিল। সেই সভা থেকে ডিউটি শেষ করে ফিরছিলেন পুলিশ কনস্টেবল সুরেশ ভাট। সেই সময় একদল জনতা বিক্ষোভ দেখাচ্ছিল। পরিস্থিতি নাগালের বাইরে চলে যায় বিক্ষোভরত জনতা গাড়ি ভাঙচুর করে। পুলিশকর্মীদের লক্ষ্য করে ঢিলও ছুড়তে থাকে। সেই ঢিলেই গুরুতর অহত হন সুরেশ ভাট। গুরুতর অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় অভিযোগের তির রাষ্ট্রীয় নিষাদ পার্টির সমর্থকদের বিরুদ্ধে। রবিবার বারাণসী জোনের এডিজি পি ভি রামা শাস্ত্রী জানিয়েছিলেন, ‘এখনও পর্যন্ত ১১ জনকে গ্রেফতার করা হয়েছে।‘ সোমবার প্রশাসনের তরফে জানানো হয়েছে সব মিলিয়ে ২৭ জনকে গ্রেফতার করা হয়েছে।
এই প্রসঙ্গে কেন্দ্রীয় মন্ত্রী মহেশ শর্মা জানিয়েছেন, বিষয়টি দুর্ভাগ্যজনক। কিন্তু এর সঙ্গে রাজ্যের আইনশৃঙ্খলার কোনও সম্পর্ক নেই। পাল্টা প্রতিক্রিয়া থেকেই এই ঘটনা ঘটেছে। মুখ্যমন্ত্রী যথাযথ ব্যবস্থা নিয়েছে।