BRAKING NEWS

জমি কেলেঙ্কারি কান্ডে রবার্ট বঢরা ও ভূপিন্দর সিং হুড়ার বিরুদ্ধে পুলিশি তদন্তের অনুমতি হরিয়ানা সরকারের

নয়াদিল্লি, ২৯ ডিসেম্বর (হি.স.) : প্রিয়াঙ্কা গান্ধীর স্বামী রবার্ট বঢরার বিরুদ্ধে ওঠা জমি কেলেঙ্কারি
অভিযোগের তদন্তে নামছে হরিয়ানা পুলিশ। এনিয়ে পুলিশকে প্রয়োজনীয় অনুমতি দিয়ে দিল হরিয়ানা
সরকার। একইসঙ্গে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী ভুপিন্দর সিং হুড়ার বিরুদ্ধেও তদন্তে নামছে পুলিশ।
ইউপিএ চেয়ারপার্সন সোনিয়া গান্ধীর জামাতা বঢরার বিরুদ্ধে তদন্তের বিষয়টি নিশ্চিত করেছেন
গুরুগ্রামের পুলিশ কমিশনার কে কে রাও। তিনি সংবাদ মাধ্যমকে জানান, রবার্ট বঢরার বিরুদ্ধে
জমি কেলেঙ্কারির তদন্তের অনুমতি মিলেছে। তদন্ত এখন মাঝপথে।
উল্লেখ্য, ২০০৮ সালে রবার্ট বঢরা ও ভূপিন্দর সিং হুড়ার বিরুদ্ধে বেআইনিভাবে জমি কেনাবেচার
অভিযোগ ওঠে। এনিয়ে অভিযোগ দায়ের হয় এবছর সেপ্টেম্বরে। বঢরা ছাড়াও অভিযুক্তের
তালিকায় রয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী ভুপিন্দর সিং হুড়া ও ডিএলএফ(গুরুগ্রাম) ওই অভিযোগ বলা
হয়েছে, বঢরার কোম্পানি স্কাই লাইট হসপিটালিটি গুরুগ্রামের বিভিন্ন জায়গায় জমি কিনেছে। পরে
তা বিপুল দামে বিক্রি করে দিয়েছে।
এদিকে, এনিয়ে অনেক আগেই মুখ খুলেছিলেন সোনিয়া জামাতা। তিনি বলেন, ‘সাধারণ মানুষের
মনোযোগ অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার জন্যই আমার বিরুদ্ধে এফআইআর করা হয়েছে।‘ পাশাপাশি
হুড়া বলেন, ‘আমার বিরুদ্ধে রাজনৈতিক ষড়যন্ত্র করার জন্যই ওই এফআইআর দায়ের করা
হয়েছে।‘
অন্যদিকে, রবার্ট বঢরার বিরুদ্ধে সক্রিয় হয়েছে ইডি-ও। বঢরা ঘনিষ্ঠ দুই ব্যক্তি দেশের প্রতিরক্ষা
চুক্তিতে ঘুষ নিয়েছেন। সেই চুক্তি কী তা অবশ্য এখনও খোলসা করেনি সরকার। ওই অভিযোগের
তদন্ত হিসেবে দিল্লিতে বঢরার অফিসে ঢুকে তল্লাশি চালিয়েছে ইডি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *