BRAKING NEWS

বক্সিং ডে টেস্টের প্রথম ইনিংসে অস্ট্রেলিয়াকে মাত্র ১৫১ রানে গুটিয়ে দিল ভারত

মেলবোর্ন, ২৮ ডিসেম্বর (হি.স.) : বক্সিং ডে টেস্টের প্রথম ইনিংসে অস্ট্রেলিয়াকে মাত্র ১৫১ রানে গুটিয়ে দিয়ে বড় রানের লিড নিল ভারত৷ মেলবোর্নে টিম ইন্ডিয়ার ৭ উইকেটে ৪৪৩ রানের জবাবে ব্যাট করতে নেমে তৃতীয় দিনের চায়ের বিরতির ঠিক পরেই অস্ট্রেলিয়া অলআউট হয়ে যায় মাত্র ১৫১ রানে৷ একাই ৬ উইকেট নিয়ে অজি ব্যাটিং লাইনআপের মেরুদণ্ড ভেঙে দেন জসপ্রীত বুমরাহ৷ তাঁকে যথাযোগ্য সঙ্গত করেন জাদেজা-ইশান্ত-শামিরা
যদিও হাতে ২৯২ রানের বিশাল লিড থাকা সত্ত্বেও মেলবোর্নে অস্ট্রেলিয়াকে ফলো-অনের লজ্জা থেকে মুক্তি দিল ভারত৷ অজিদের পুনরায় ব্যাট করতে ডাকার বদলে নিজেরাই দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় টিম ইন্ডিয়া৷
তৃতীয় দিনের প্রথম সেশনে অস্ট্রেলিয়া ৪ উইকেট হারায়৷ লাঞ্চের পর চায়ের বিরতি পর্যন্ত দ্বিতীয় সেশনে আরও তিনটি উইকেট খুইয়ে ফলো-অনের আতঙ্কে কাঁপতে শুরু করেছিল অজি শিবির৷ শেষ সেশনে অস্ট্রেলিয়ার বাকি তিনটি উইকেট তুলে নিতে বিশেষ বেগ পেতে হয়নি ভারতকে৷
দিনের শুরুতেই অ্যারন ফিঞ্চকে সাজঘরে ফিরিয়ে ভারতকে প্রথম সাফল্য এনে দেন ইশান্ত শর্মা৷ ৮ রান করে অভিষেককারী ময়াঙ্ক আগরওয়ালের হাতে ধরা পড়েন ফিঞ্চ৷ তাঁকে অনুসরণ করে ক্রিজ ছাড়েন অপর ওপেনার মার্কাস হ্যারিস৷ ২২ রান করে বুমরাহর বলে ইশান্তের হাতে ধরা দেন তিনি৷
উসমান খোওয়াজা ক্রিজ আঁকড়ে পড়ে থাকার চেষ্টা করলেও খুব বেশিক্ষণ জারি রাখতে পারেননি তাঁর প্রতিরোধ৷ ব্যক্তিগত ২১ রানের মাথায় জাদেজার বলে আউট হন তিনি৷ খোওয়াজার ক্যাচটিও তালুবন্দি করেন নবাগত ময়াঙ্ক৷ শন মার্শকে ১৯ রানের মাথায় বুমরাহ এলবিডব্লুর ফাঁদে জড়াতেই আম্পায়াররা মধ্যাহ্নভোজের বিরতি ঘোষণা করেন৷
লাঞ্চের পর খেলা শুরু হলে ট্রেভিস হেডের উইকেট তুলে নেন বুমরাহ৷ ২০ রান করে জসপ্রীতের বলে বোল্ড হন তিনি৷ মিচেল মার্শ দলনায়ক পেইনকে খুব বেশিক্ষণ ক্রিজে সঙ্গ দিতে পারেননি৷ ৯ রান করে জাদেজার বলে রাহানের হাতে ক্যাচ দিয়ে বসেন সিরিজে প্রথমবার ব্যাট করতে নামা অজি অলরাউন্ডার৷ চায়ের বিরতির ঠিক আগে প্যাট কামিন্সকে বোল্ড করেন মহম্মদ শামি৷ সাজঘরে ফেরার আগে কামিন্স ১৭ রানের যোগদান রাখেন৷
টি ব্রেকের পর শেষ তিন উইকেটে মাত্র ৬ রান যোগ করে অস্ট্রেলিয়া৷ এক ওভারের ব্যবধানে জসপ্রীত বুমরাহ পর পর ফিরিয়ে দেন টিম পেইন (২২), নাথান লায়ন (০) ও জোস হ্যাজেলউডকে (০)৷ স্টার্ক অপরাজিত থাকেন ব্যক্তিগত ৭ রানে৷
গত দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ড সফরের পর বুমরাহ অস্ট্রেলিয়াতে এসেও ইনিংসে পাঁচ উইকেট নেওয়ার কৃতিত্ব অর্জন করেন৷ মেলবোর্নের প্রথম ইনিংসে ৩৩ রানের বিনিময়ে ৬টি উইকেট নেন তিনি৷ টেস্ট কেরিয়ারে এটিই বুমরাহর সেরা বোলিং পারফরম্যান্স৷ এছাড়া ৪৫ রানে ২ উইকেট নেন রবীন্দ্র জাদেজা৷ একটি করে উইকেট নিয়েছেন ইশান্ত শর্মা ও মহম্মদ শামি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *