BRAKING NEWS

বল বিকৃতি কাণ্ডে পর আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাতে চেয়েছিলেন ব্যানক্রফ্ট

সিডনি, ২২ ডিসেম্বর (হি.স.) : কেপটাউন টেস্টে বল বিকৃতি কাণ্ডে দোষী সাব্যস্ত হওয়ার পর আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাতে স্থির করে ফেলেছিলেন অজি ব্যাটসম্যান ক্যামেরন ব্যানক্রফ্ট৷ যদিও এই কান্ডে তাঁকে নয় মাসের নির্বাসন দেয় ক্রিকেট অস্ট্রেলিয়া৷ ক্রিকেট অস্ট্রেলিয়ার এই কঠোর শাস্তিতে স্মিথ-ওয়ার্নারের মত মানসিকভাবে ভেঙে পড়েন ঘটনার মূল অভিযুক্ত ক্যামেরন ব্যানক্রফ্ট৷
সম্প্রতি এক খোলা চিঠিতে সেই অভিজ্ঞতার কথা জানিয়েছেন ব্যানক্রফ্ট৷ ক্রিকেট ছেড়ে যোগা প্রশিক্ষক হতে চেয়েছিলেন বলে চিঠিতে উল্লেখ করেছেন অজিদের টেস্ট ওপেনার৷ সেই সঙ্গে মানুষ হিসেবে এখন অনেক পাল্টে গিয়েছেন বলেও দাবি করেছেন তিনি৷ ডিসেম্বরের শেষেই ব্যানক্রফ্টের নির্বাসন উঠছে৷ অন্য দুই অভিযুক্ত স্টিভ স্মিথ ও ডেভিড ওয়ার্নারের নির্বাসন উঠবে নতুন বছরে মার্চের পর৷
অন্যদিকে ভারতের বিরুদ্ধে ঘরের মাঠে অস্ট্রেলিয়া যখন টেস্ট সিরিজ খেলছে, তখন চলতি বছর মার্চে কেপটাউন টেস্টে বল বিকৃতি কাণ্ডে এক বছরের নির্বাসন কাটাচ্ছেন অজি অধিনায়ক স্টিভ স্মিথ৷ ‘কালো’ দিনগুলি কাটিয়ে ফের ক্রিকেটের মূলস্রোতে ফিরতে মুখিয়ে রয়েছেন বিশ্বের অন্যতম সেরা ব্যাটসম্যান৷ শুক্রবার পারথে সাংবাদিকদের মুখোমুখি হয়ে স্মিথ বলেন, ‘আমি খুব খারাপ সময়ের মধ্য দিয়ে যাচ্ছি৷ তবে প্রত্যেকের জীবনে উত্থান-পতন থাকে৷ আমার জীবনেও এই ঘটনা কালো দিন৷ তবে এই কঠিন সময়ে বেশ কয়েকজনকে কাছে পেয়েছি, যারা সবসময় আমার পাশে থেকেছে৷ আমি চাই দ্রুত খারাপ অবস্থা থেকে বেড়িয়ে আসতে চাই৷’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *