BRAKING NEWS

সিরিয়ার পর এবার আফগানিস্তান থেকেও সেনা প্রত্যাহার মার্কিন প্রশাসনের

ওয়াশিংটন, ২২ ডিসেম্বর (হি.স.) : সিরিয়ার পর এবার আফগানিস্তান থেকে প্রায় সাত হাজার সেনাকে দেশে ফিরিয়ে নিচ্ছে আমেরিকা। সিরিয়া থেকে সেনা ফিরিয়ে নেয়া হবে বলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করার একদিন পর এই আকস্মিক সিদ্ধান্ত ঘোষণা করল ট্রাম্প প্রশাসন। আমেরিকার এই সিদ্ধান্তে আফগানিস্তানের কর্মকর্তারাও বিস্মিত হয়েছেন। তারা বলছেন, সেনা প্রত্যাহারের পরিকল্পনা নিয়ে তাদেরকে কিছুই বলা হয়নি।আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার করলে ২০০১ সালের ১১ সেপ্টেম্বরের মত আরেকটি হামলার ঘটনা ঘটতে পারে বলে প্রশাসনের আশঙ্কা। আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের এ সিদ্ধান্ত নেওয়ার আগে চলতি সপ্তাহে সংযুক্ত আরব আমিরাতে তালিবান ও মার্কিন সরকারের প্রতিনিধিদের মধ্যে শান্তি আলোচনা হয়। নাম প্রকাশ না করার শর্তে মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, সেনা প্রত্যাহারের সময়সীমা ঘোষণা নিয়ে আলোচনা চলছে তবে কয়েক সপ্তাহ অথবা কয়েক মাসের মধ্যে তা সম্পন্ন হতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *