BRAKING NEWS

লোকসভা নির্বাচনে বিহারের পাশাপাশি ঝাড়খণ্ড ও উত্তরপ্রদেশে প্রার্থী দিতে চায় এলজেপি

পাটনা, ১৯ ডিসেম্বর (হি.স.) : সামনেই লোকসভা নির্বাচন। তার আগে আসন বন্টন নিয়ে এনডিএ-এর সবচেয়ে বড় দল বিজেপির উপর চাপ বাড়াল লোক জনশক্তি পার্টি (এলজেপি)। ২০১৪ সালে লোকসভা নির্বাচনে বিজেপির সঙ্গে আসন সমঝোতা নিয়ে যে রফা হয়েছিল, এবারের লোকসভা নির্বাচনে সেই সমসংখ্যাক চাইছে রামবিলাস পাসওয়ানের এই দলটি। পাশাপাশি ঝাড়খণ্ড এবং উত্তরপ্রদেশে আসন দেবে লোক জনশক্তি পার্টি। বুধবার এমনই জানালেন দলের নেতা পশুপতি কুমার পরশ।

এদিন পশুপতি কুমার পরশ বলেন, ‘আমরা এনডিএ-র সৎ শরিক। ২০১৪ সালে বিহারে যেসব আসনগুলিতে লড়েছিলাম। এবারও সেই একই সংখ্যক আসনে লড়তে চাই। এর পাশাপাশি উত্তরপ্রদেশ এবং ঝাড়খণ্ড থেকেও প্রার্থী দিতে চাই। কারণ ওই সমস্ত রাজ্যেগুলিতে এলজেপির ভোটব্যাঙ্ক রয়েছে। সময় চলেছে যাচ্ছে। ৩১ ডিসেম্বরের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত অমিত শাহকে নিতে হবে। তাদের (বিজেপি) উচিত জোটের পবিত্রতা বজায় রাখা।’

মঙ্গলবার এলজেপি সুপ্রিমো রামবিলাস পাসওয়ানের ছেলে চিরাগ পাসওয়ান ট্যুইটারে লেখেন, ‘আসন সমঝোতা নিয়ে বিজেপির নেতাদের সঙ্গে বহুবার আলোচনায় বসেছি। কিন্তু কোনও রফাসূত্র বেড়িয়ে আসেনি। বিষয়টি যদি সমাধান না হয় তবে জোট ক্ষতিগ্রস্ত হবে। বিষয়টি নিয়ে বিজেপির উদ্বিগ্ন হওয়া উচিত।’

প্রসঙ্গত, এর আগে রাষ্ট্রীয় লোক সমতা পার্টির নেতা উপেন্দ্র কুশওয়াহা কেন্দ্রীয় মন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়েছেন। এমন কি জোট ছেড়ে বেড়িয়ে আসার হুমকিও দিয়েছেন। এদিকে বিহারের দলিত নেতা হিসেবে জনপ্রিয় রামবিলাস পাসওয়ান। লোকসভা তাদের ছয়জন সাংসদ রয়েছে। বিজেপির অন্যতম গুরুত্বপূর্ণ জোটসঙ্গী এলজেপি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *