BRAKING NEWS

বিধানসভা ভোটের ফলাফল মোদী সরকারের কাজের প্রতিফলন নয়, জানালেন রাজনাথ সিং

নয়াদিল্লি, ১১ ডিসেম্বর (হি.স.) : পাঁচ রাজ্যের বিধানসভা ভোটের চূড়ান্ত ফলাফল ঘোষণা না হলেও ট্রেন্ড বলছে বিজেপি বিরোধীদের পাল্লা ভারি৷ ধাক্কা খেল গেরুয়া শিবির৷ মঙ্গলবার বিধানসভা ভোটের গণনা শুরুর পর থেকে যেভাবে বিজেপি শিবির ধাক্কা খেয়েছে, তা মোদী সরকারের কাজের প্রতিফলন নয়৷ এমনই দাবি করলেন স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং৷ মঙ্গলবার থেকে সংসদে শুরু হল শীতকালীন অধিবেশন৷ এদিন সংসদ ভবনের বাইরে সাংবাদিকরা রাজনাথ সিংকে প্রশ্ন করলে তিনি জানান, যারা জিতেছেন তাদের সবাইকে শুভেচ্ছা৷ এরপরই প্রশ্ন করা হয় এই ফলাফল কি মোদী সরকারের বিরুদ্ধে রায়? জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, তিনি সেটা মনে করেন না৷

মোদীকে হটাতে জোটবদ্ধ হয়েছে বিরোধীরা৷ বিজেপির এমন ফলাফলের জন্য অবিজেপি বিরোধীদের জোট দায়ী? রাজনাথ সিংয়ের তাৎপর্যপূর্ণ প্রতিক্রিয়া, মহাজোট তেলেঙ্গানায় কিন্তু ব্যর্থ হয়েছে৷এদিকে লোকসভা নির্বাচনের আগে আজ সেমিফাইনালের ফলাফল জানার দিন। আর মাত্র ৫ মাসের ব্যবধানে শুরু হতে যাওয়া লোকসভা নির্বাচনের উপর স্পষ্ট প্রভাব পড়বে পাঁচ রাজ্যের নির্বাচনী ফলাফলের। সেইমত মধ্যপ্রদেশ, রাজস্থান, তেলেঙ্গানা, ছত্তিশগড় এবং মিজোরামের নির্বাচনী ফলাফলের উপর নজর রয়েছে দেশের রাজনৈতিক মহলের।

অন্যদিকে, রাজস্থানে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে কংগ্রেসের সরকার গঠন করার কথা জানিয়ে দিলেন সচিন পাইলট৷ রাহুল গান্ধীর বিশ্বস্ত সেনাপতি সচিন পাইলট এদিন সাংবাদিকদের বলেন, ‘‘চূড়ান্ত ফল বেরনো অবধি আমাদের অপেক্ষা করা উচিত৷ কিন্তু মধ্যপ্রদেশ, ছত্তিশগড় থেকে যা আভাস পাওয়া যাচ্ছে তাতে কংগ্রেসই সরকার গড়ার পথে৷ রাজস্থানে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আমরাই ক্ষমতাই আসছি৷’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *