BRAKING NEWS

ভোটার তালিকা থেকে উধাও নাম : জ্বালাকে সমর্থন করে সরব কেজরিওয়াল

নয়াদিল্লি-হায়দরাবাদ, ৭ ডিসেম্বর (হি.স.): ভোটার তালিক থেকে নাম বাদ যাওয়া নিয়ে ব্যাডমিন্টন তারকা জ্বালা গুট্টাকে সমর্থন করে সরব হলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ও এবং উপ-মুখ্যমন্ত্রী মণীস সিসোদিয়া।
তেলেঙ্গানার ভোটার তালিকা থেকে রহস্যজনকভাবে বাদ ব্যাডমিন্টন তারকা জ্বালা গুট্টার| ভোটার তালিকা থেকে নাম উধাও হয়ে যাওয়ায় নির্বাচন ব্যবস্থায় অস্বচ্ছতার অভিযোগ তুললেন জ্বালা গুট্টা | নির্বাচন ব্যবস্থায় অস্বচ্ছতার অভিযোগ তুলে সেই ক্ষোভ তিনি জানালেন মাইক্রোব্লগিং সাইট টুইটারে|
অনলাইন তালিকায় নাম থাকলেও, ভোটগ্রহণ কেন্দ্রে নিয়ে গিয়ে তিনি দেখেন তাঁর নাম নেই| শুধু জ্বালা গুট্টাই নন, অনেক সাধারণ মানুষও এই সমস্যার সম্মুখীন হয়েছেন| ক্ষোভ প্রকাশ করে মাইক্রোব্লগিং সাইট টুইটার মারফত জ্বালা লিখেছেন, ‘অনলাইনে চেক করার পর, অদ্ভূতভাবে ভোটার তালিকা থেকে অদৃশ্য হয়ে গেল আমার নাম|# কোথায় আমার ভোট|’
কিছুক্ষণের মধ্যেই জ্বালার টুইটকে সমর্থন করেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এবং উপ-মুখ্যমন্ত্রী মণীস সিসোদিয়া। কেজরিওয়াল বলেন, এটা গোটা দেশেই হচ্ছে। সিসোদিয়া লেখেন, ব্যাডমিন্টন চ্যাম্পিয়ন, অর্জুন পুরস্কার বিজয়ী এবং দেশের হয়ে অলিম্পিকে অংশ নেওয়া জ্বালা গুট্টার নাম ভোটার তালিকা থেকে বাদ যাওয়া নিয়ে কী বলছে নির্বাচন কমিশন?
এদিকে, পরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জ্বালা গুট্টা জানিয়েছেন, ‘২-৩ সপ্তাহ আগে অনলাইনে আমার নাম চেক করেছিলাম| মা এবং আমার নাম সেই সময় ছিল| আমার বাবা এবং বোনের নাম ছিল না| আজ আমরা ভোট দিতে গিয়ে দেখি, আমার নামও উধাও| বুঝতে পারছি না কেন এমন হল? বিগত ১২ বছর ধরে এখানে বসবাস করছি|’জ্বালা গুট্টার এই অভিযোগের প্রেক্ষিতে নির্বাচন কমিশনের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *