BRAKING NEWS

তেলেঙ্গানায় প্রতিদ্বন্দ্বিতা করা সবকটি আসনে জয়ী হবে এআইএমআইএম, দাবি ওয়েইসির

হায়দরাবাদ, ৭ ডিসেম্বর (হি.স.): তেলেঙ্গানা বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা সবকটি আসন জেতার দাবি করলেন অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমেন (এআইএমআইএম) প্রেসিডেন্ট আসাদউদ্দিন ওয়েইসি। শুক্রবার এ ব্যাপারে আত্মবিশ্বাস প্রকাশ করে তিনি বলেন, তেলেঙ্গানা বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা সবকটি আসনে জিততে চলেছে তাঁর দল। রাজ্যের মোট ১১৯টি আসনের মধ্যে আটটি আসনে প্রার্থী দিয়েছে ওয়েইসির দল। অন্যান্য আসনে তেলেঙ্গানা রাষ্ট্র সমিতিকে সমর্থন করছে এআইএমআইএম।
এদিনের সাংবাদিকদের মুখোমুখি হয়ে আসাদউদ্দিন ওয়েইসি জানিয়েছেন, \”তেলেঙ্গানা বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা সবকটি আসনে জেতার ব্যাপারে আমি আশাবাদী ও আত্মবিশ্বাসী। তেলেঙ্গানা ও হায়দরাবাদবাসীর কাছে অনুরোধ তারা যাতে একটু কষ্ট করে ভোট দিতে যান।\” শুক্রবার শহরে রাজেন্দ্রনগর বিধানসভা কেন্দ্রে নিজের ভোটদান করেন আসাদউদ্দিন ওয়েসি। আগামী ১১ ডিসেম্বর হবে ভোটগণনা। উল্লেখ্য, আগামী বছর তেলেঙ্গানায় লোকসভা নির্বাচনের সাথেই বিধানসভা নির্বাচন হওয়ার কথা ছিল। কিন্তু কার্যকালের মেয়াদ শেষ হওয়ার আগেই শাসকদল টিআরএস-এর সুপারিশে ৬ সেপ্টেম্বর ভেঙে যায় বিধানসভা। যার ফলে বিধানসভা নির্বাচন অবশ্যম্ভাবী হয়ে পড়ে। রাজ্য সরকারের ক্ষমতায় আসীন টিআরএস একাই লড়েছে নির্বাচনে। বিজেপি-ও একা লড়ছে এবং অপরদিকে কংগ্রেস, টিডিপি, সিপিআই এবং তেলেঙ্গানা জনতা সমিতি জোট করে ‘পিপলস ফ্রন্ট’ গঠন করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *