BRAKING NEWS

সার্জিক্যাল স্ট্রাইক নিয়ে প্রশ্ন তুলে শহিদ জওয়ানদের অসম্মান করেছেন রাহুল গান্ধী : অমিত শাহ

যোধপুর, ১ ডিসেম্বর (হি.স.): উত্তরপ্রদেশ নির্বাচন জেতার জন্য সার্জিক্যাল স্ট্রাইক করানো হয়েছিল। এমন ধরণের মন্তব্য করে রাহুল গান্ধী শহিদ জওয়ানদের প্রতি অসম্মান করেছেন বলে শনিবার ফালোদির জনসভায় বললেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। এদিন উদয়পুরে এক আলোচনা সভায় বক্তব্য রাখতে গিয়ে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী বলেছিলেন, সার্জিক্যাল স্ট্রাইক আদতে একটি সামরিক সিদ্ধান্ত ছিল। কিন্তু, প্রধানমন্ত্রী সেই সামরিক সিদ্ধান্তকে ‘রাজনৈতিক সম্পদ’ হিসেবে ব্যবহার করেছেন। সেনাবাহিনী চেয়েছিল বিষয়টিকে গোপন রাখতে। কিন্তু সেই সময় উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচন দোরগোড়ায় থাকার কারণে প্রধানমন্ত্রী বিষয়টিকে প্রচারে এনে রাজনৈতিক ফায়দা তোলেন। কংগ্রেস সভাপতির এমন ধরণের মন্তব্যের পরেই শুরু হয়েছে জোর রাজনৈতিক তরজা।
রাজস্থানের যোধপুরের ফালোদির জনসভায় বক্তব্য রাখতে গিয়ে অমিত শাহ বলেন, শহিদ জওয়ানদের হয়ে বদলা নিয়েছিলেন প্রধানমন্ত্রী। এমন ধরণের মন্তব্য করে শহিদ জওয়ানদের প্রতি অসম্মান করেছেন রাহুল গান্ধী। এর জন্য আপনার লজ্জা হওয়া উচিত। মোদী সরকারের সার্জিক্যাল স্ট্রাইকের সিদ্ধান্তের জন্য খুশি দেশবাসী। এমন ধরণের সিদ্ধান্ত নেওয়ার সাহস আপনার (রাহুল গান্ধী) নেই। আজ যখন কোনও জওয়ান সীমান্তে দাঁড়িয়ে প্রহরা দেন। সেটা রাজস্থান বা দেশের যে কোনও প্রান্তেই হোক না কেন সে জানে সরকার তার পাশে রয়েছে। পাকিস্তানের বিরুদ্ধে ভারতের সার্জিক্যাল স্ট্রাইক করার আগে। বিশ্বে কেবল দুইটি দেশ তা করে দেখিয়েছিল। তা হল আমেরিকা এবং ইজরায়েল। সার্জিক্যাল স্ট্রাইকের পর সেই তালিকায় তৃতীয় দেশ হিসেবে ঢুকে পড়ে ভারত। বিজেপি সরকারের জন্য এই কৃতিত্বের অধিকারী হয় ভারত। উল্লেখনীয়, ২০১৬ সালের সেপ্টেম্বর মাসে পাকিস্তান অধিকৃত কাশ্মীরে ঢুকে সার্জিক্যাল স্ট্রাইক চালায় ভারতীয় সেনা বাহিনী। গুড়িয়ে দেওয়া হয় জঙ্গিদের লঞ্চ প্যাডগুলি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *