BRAKING NEWS

অলিম্পিকে সোনা জয় করাটাই আমার স্বপ্ন : মেরি কম

নয়াদিল্লি, ২৮ নভেম্বর (হি.স.) : অলিম্পিকে সোনা জয় করাটাই এখন আমরা স্বপ্ন। সে জন্য কঠোর পরিশ্রম করে চলেছি। বুধবার রাজধানী দিল্লিতে জওহরলাল নেহেরু স্টেডিয়ামে এক ক্রীড়া অনুষ্ঠানে আত্মপ্রত্যয়ের সঙ্গে এমনই জানালেন মেরি কম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী মানেকা গান্ধী। বিশ্বচ্যাম্পিয়ন মেরি কমকে ‘জাতীয় সম্পদ’ হিসেবে অভিহিত করেন তিনি।

ছয়বার বিশ্বচ্যাম্পিয়ন, লন্ডন অলিম্পিকে ব্রোঞ্জ, এশিয়াড ও কমনওয়েলথে সোনা জয়ের পর আরও নতুন কীর্তি গড়তে চান মেরি কম। এদিন ফের তা বুঝিয়ে দিলেন বছর ৩৬-এর এই বক্সার। এদিন মেরি কম বলেন, অলিম্পিকে আমার ব্রোঞ্জ পদক রয়েছে। এবার আমার স্বপ্ন দেশের হয়ে সোনা জেতা। বিশ্বচ্যাম্পিয়ন হতে পেরে আমি খুবই খুশি। এতে আমার মনোবল অনেক বৃদ্ধি পেয়েছে। আসন্ন টোকিও অলিম্পিকে সোনা জয়ের জন্য আমাকে তিনগুণ বেশি পরিশ্রম করতে হবে। প্রসঙ্গত, ৪৮ কিলোগ্রাম বিভাগে মেরি কম বিশ্বচ্যাম্পিয়ন হলেও অলিম্পিকে তাঁকে নামতে হবে ৫১ কিলোগ্রাম বিভাগে। এদিন উপস্থিত কেন্দ্রীয় মহিলা ও শিশুউন্নয়ন দফতরের মন্ত্রী মানেকা গান্ধী বলেন, মেরি কম হচ্ছেন ‘জাতীয় সম্পদ’।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *