BRAKING NEWS

রাম মন্দির নির্মাণ হলে প্রত্যেকেরই আনন্দ হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

নয়াদিল্লি, ২১ নভেম্বর (হি.স.): জানুয়ারি মাসেই স্থির হবে অযোধ্যা মামলার শুনানির নতুন তারিখ| সম্ভবত নতুন বেঞ্চই স্থির করবে শুনানির নতুন তারিখ| যদিও, সাধু-সন্তরা চাইছেন আগামী ডিসেম্বর মাসেই রাম মন্দির নির্মাণের শিলান্যাস করবেন তাঁরা| গত ৩ নভেম্বর দিল্লির তালকোটরা স্টেডিয়ামে আয়োজিত অখিল ভারতীয় সন্ত সমিতি-র ‘ধর্মাদেশ’ আলোচনা সভায় বিশিষ্ট সমাজসেবী সাধ্বী প্রাচী বলেই ফেলেছিলেন, ৬ ডিসেম্বরই শিলান্যাস করতে হবে| এমতাবস্থায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং জানালেন, ‘রাম মন্দির নির্মাণ হলে প্রত্যেকেরই আনন্দ হবে| কিন্তু, আমার মতে সুষ্ঠু বাতাবরণে রাম মন্দিরের নির্মাণ হওয়া উচিত|’

এদিকে, আগামী ২৫ নভেম্বর, রবিবার সঙ্ঘের আহ্বাণে উত্তর প্রদেশের অযোধ্যায় আয়োজিত চলেছে বিরাট ধর্মীয় সভা| রাম মন্দির নির্মাণের লক্ষ্যে সঙ্ঘের দ্বারা আয়োজিত এই ধর্মীয় সভা যথেষ্ট ত্যাত্পর্যপূর্ণ প্রমাণিত হতে পারে| সম্ভবত আগামী ২৫ নভেম্বরের বিরাট ধর্মীয় সভায় রামজন্মভূমিতে রাম মন্দির নির্মাণের তারিখ নির্ধারণ করা হতে পারে| আসন্ন ধর্মীয় সভা সাফল্য মণ্ডিত করে তোলার উদ্দেশ্যে বিশেষ প্রচেষ্টা চালাচ্ছে সঙ্ঘ পরিবার|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *