BRAKING NEWS

রাজনৈতিক স্বার্থে জাতীয় নিরাপত্তার সঙ্গে খেলা করছে কংগ্রেস, ছত্তিশগড়ে বার্তা যোগী আদিত্যনাথের

লোরমি (ছত্তিশগড়), ১০ নভেম্বর (হি.স.): প্রধানমন্ত্রীর পর এবার উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ| ছত্তিশগড়ে নির্বাচনী প্রচারে গিয়ে খোলাখুলি কংগ্রেসের সঙ্গে মাওবাদীদের যোগসাজশের অভিযোগ তুললেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ| শনিবার ছত্তিশগড়ের লোরমিতে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখতে গিয়ে যোগী আদিত্যনাথ বলেছেন, ‘নিজেদের স্বার্থপর উদ্দেশ্য চরিতার্থ করার জন্য এই অঞ্চলে নকশালবাদের প্রচার করছে কংগ্রেস| এই সমস্যা মোকাবিলা করার জন্য কঠোর ব্যবস্থা গ্রহণ করছে বিজেপি সরকার|’

কংগ্রেসকে আক্রমণ করে যোগী আদিত্যনাথ আরও বলেছেন, ‘শুধুমাত্র রাজনৈতিক সুবিধার জন্য জাতীয় নিরাপত্তার সঙ্গে খেলা করছে কংগ্রেস| ছত্তিশগড়, ঝাড়খণ্ড, উত্তর-পূর্ব অথবা কাশ্মীর হোক, জাতীয় নিরাপত্তার ঝুঁকি নিয়েই রাজনীতি করছে কংগ্রেস| কিন্তু, ভারতীয় জনতা পার্টি সর্বাগ্রে জাতীয় নিরাপত্তাকে অগ্রাধিকার দেয়| জাতীয় নিরাপত্তা নিয়ে খেলা করলে, আমরা কথনই তা সহ্য করব না| জাতীয় নিরাপত্তার সঙ্গে খেলা করার অধিকার কারও নেই|’

পাশাপাশি ছত্তিশগড়ে নির্বাচনী প্রচারে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভূয়শী প্রশংসা করেছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ|যোগীর কথায়, ‘স্বাধীনতার পর এই প্রথমবার একজন প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন ২০২২ সালের মধ্যে, দেশের কোনও গরিব নিজস্ব গৃহ ছাড়া থাকবে না| কেন্দ্রে যদি বিজেপি সরকার না থাকত, ছত্তিশগড়ের জনসাধারণ নিজস্ব বাড়ি পেতেন না, যা তাঁরা এখন পাচ্ছেন|’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *