BRAKING NEWS

মধ্যপ্রদেশে ক্ষমতায় এলে কৃষকদের বিদ্যুৎ বিল ৫০ শতাংশ পর্যন্ত কমিয়ে দেব কংগ্রেস, উল্লেখ নির্বাচনী ইস্তেহারে

ভোপাল, ১০ নভেম্বর (হি.স.): আগামী ২৮ নভেম্বর মধ্যপ্রদেশে বিধানসভা নির্বাচন| ২৮ নভেম্বর মধ্যপ্রদেশের ২৩০+১ আসনে ভোটগ্রহণ হবে| এরই মাঝে মধ্যপ্রদেশে বিধানসভা নির্বাচনের নির্বাচনী ইস্তেহার প্রকাশ করল কংগ্রেস| শনিবার মধ্যপ্রদেশের রাজধানী ভোপালে সাংবাদিকদের মুখোমুখি হয়ে নির্বাচনী ইস্তেহার প্রকাশ করলেন মধ্যপ্রদেশ কংগ্রেস প্রধান কমল নাথ এবং কংগ্রেস নেতা জ্যোতিরাদিত্য সিন্ধিয়া|

মধ্যপ্রদেশকে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)-র শাসনমুক্ত করতে চায় কংগ্রেস| আর তাই নির্বাচনী ইস্তেহারে কৃষক, জ্বালানি তেল এবং মূলত গ্রামের উপর ফোকাস করেছে কংগ্রেস|নির্বাচনী ইস্তেহার প্রকাশ করার পর কংগ্রেস নেতা কমল নাথ বলেছেন, ‘‘মধ্যপ্রদেশে ক্ষমতায় এলে কৃষকদের বিদ্যুৎ বিল ৫০ শতাংশ পর্যন্ত কমিয়ে দেওয়া হবে| দাম কমানো হবে পেট্রোল-ডিজেলের, এছাড়াও প্রতিটি গ্রাম পঞ্চায়েতে ‘গোশালা’ খোলা হবে|’ এছাড়াও আরও বেশ কিছু বিষয় কংগ্রেসের নির্বাচনী ইস্তেহারে উল্লেখ রয়েছে|’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *