BRAKING NEWS

টিপু সুলতান জয়ন্তী পালনকে ঘিরে অশান্ত কর্ণাটক, পরিস্থিতি সামাল দিতে তত্পর প্রশাসন

বেঙ্গালুরু, ১০ নভেম্বর (হি.স.): টিপু সুলতান জয়ন্তী পালনকে ঘিরে শনিবার সকাল থেকেই অশান্ত দক্ষিণ ভারতের রাজ্য কর্ণাটক| যদিও,পরিস্থিতি সামাল দিতে তত্পর প্রশাসনও| ১০ নভেম্বর, শনিবার টিপু সুলতান জয়ন্তী পালন করার আয়োজন করেছে কর্ণাটক সরকার| কিন্তু,টিপু সুলতান জয়ন্তী পালনের বিরোধিতায় সরব হয়েছে বেশ কিছু সংগঠন| অনেক জায়গায় বনধ ডেকেছে টিপু জয়ন্তী উদযাপন বিরোধী একাধিক সংগঠন| এই তালিকায় রয়েছে বিজেপি এবং কোদাভা ন্যাশনাল কাউন্সিল| শনিবার সকালে কর্ণাটকের মাদিকেরীতে শ্রী ওমকারেশ্বর মন্দিরে প্রার্থনা করার পর টিপু সুলতান জয়ন্তী পালনের বিরোধিতায় সরব হন বেশ কিছু সংগঠনের সদস্যরা| যদিও, বিক্ষোভ প্রদর্শনের সময় পুলিশ তাঁদের আটক করে নিজেদের হেফাজতে নেয়| সমগ্র কর্ণাটকের মধ্যে সর্বাধিক অশান্তির খবর এসেছে মাদিকেরী থেকে| অশান্তির আশঙ্কায় মাদিকেরীতে প্রচুর পুলিশ মোতায়েন করা হয়|

টিপু সুলতান জয়ন্তী পালন এবং সুলতান টিপুকে আক্রমণ করেছেন কোডাগু জেলা বিজেপি সভাপতি সজ্জল কৃষ্ণাণ| তাঁর কথায়, ‘টিপু জয়ন্তী পালনের নামে জনসাধারণের টাকা খরচ করছে সরকার|’ পাশাপাশি টিপু সুলতানকে আক্রমণ করে জেলা বিজেপি সভাপতি বলেছেন, ‘টিপু সুলতান কোনও যোদ্ধা ছিলেন না| বহু হিন্দুকে হত্যা করেছিল সে এবং অনেক মন্দির আক্রমণ চালিয়েছিল| এই ধরনের ব্যক্তিকে কেন এত সম্মান জানানো হবে? এসব আসলেই ভোটব্যাঙ্ক রাজনীতি| কোডাগুর সমস্ত মানুষ টিপু সুলতান জয়ন্তী পালনের বিরুদ্ধে|’

এদিকে, টিপু সুলতান জয়ন্তী পালনকে ঘিরে যাতে কোনওরকম অশান্তির পরিবেশ তৈরি না হয়, সে জন্য তত্পর প্রশাসনও| কোডাগুর ডেপুটি কমিশনার পি আই শ্রীবিদ্যা জানিয়েছেন, ‘আমরা সমস্ত ধরনের সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করেছি| আইন-শৃঙ্খলা রক্ষার জন কঠোর ব্যবস্থা নেবে পুলিশ|’ অশান্তির মধ্যেই বেঙ্গালুরুতে কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়ার বাসভবনে গিয়ে তাঁর সঙ্গে দেখা করলেন কর্ণাটকের সংখ্যালঘু উন্নয়ন মন্ত্রী জমির আহমেদ খান|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *