BRAKING NEWS

শুক্রবার রান্নার গ্যাসের দাম সিলিন্ডার প্রতি ২ টাকা বাড়ল

কলকাতা, ৯ নভেম্বর (হি.স.): শুক্রবার সিলিন্ডার প্রতি ২ টাকা দাম বাড়ল রান্নার গ্যাসের । ১ নভেম্বর বেড়েছিল গ্যাসের দাম । তার ৯ দিনের মাথায় ফের গ্যাসের দাম বাড়ায় মধ্যবিত্তের পকেটে টান । ভর্তুকিযুক্ত ও ভর্তুকিবিহীন, দুই ধরনের গ্যাসের দামই বেড়েছে ।

কলকাতায় ভর্তুকিবিহীন প্রতি সিলিন্ডারের দাম এখন বেড়ে দাঁড়িয়েছে ৯৭১ টাকা ৫০ পয়সা বেশি । ভর্তুকিযুক্ত গ্যাসের দাম বেড়ে দাঁড়িয়েছে ৫১০ টাকা ৭০ পয়সা । ডিলারদের কমিশন বৃদ্ধির জেরেই রান্নার গ্যাস আরও মহার্ঘ হল বলে রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি সূত্রে জানা গেছে ।

আন্তর্জাতিক বাজারে পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি এবং ডলারের নিরিখে টাকার দামের ক্রমাগত পতনের জেরে পেট্রল-ডিজেলের মতোই রান্নার গ্যাসের দামও ঊর্ধ্বমুখী । গত জুন মাস থেকে কার্যত নিয়মিত ব্যবধানে বাড়ছে গ্যাসের দাম । পয়লা নভেম্বরেও ২ টাকা ৯৪ পয়সা দাম বেড়েছে । তার পর শুক্রবার ফেরল আরও ২ টাকা বাড়ল । দিল্লিতে নতুন দাম হল ৫০৭ টাকা ৪২ পয়সা, মুম্বইয়ে ৫০৫ টাকা ৫ পয়সা, চেন্নাইয়ে ৯৫ টাকা ৩৯ পয়সা ।

কলকাতা ছাড়া ভারতের অন্য মেট্রো শহরগুলিতেও বেড়েছে গ্যাসের দাম । ভর্তুকিবিহীন গ্যাসের দাম বেড়ে দিল্লিতে হয়েছে ৯৪২ টাকা ৫০ পয়সা , মুম্বইয়ে হয়েছে ৯১৩ টাকা ৫০ পয়সা ও চেন্নাইয়ে হয়েছে ৯৬০ টাকা । ভর্তুকিযুক্ত গ্যাসের দাম এখন দিল্লিতে ৫০৭ টাকা ৪২ পয়সা , মুম্বইয়ে ৫০৫ টাকা ০৮ পয়সা ও চেন্নাইয়ে ৪৯৫ টাকা ৩৯ পয়সা ।

এভাবে ক্রমাগত গ্যাসের দাম বাড়ায় সমস্যায় পড়েছে মধ্যবিত্তরা । এভাবে লাফিয়ে লাফিয়ে দাম বাড়লে দাম হাজারের সীমা ছাড়াতে আর বেশি দেরি নেই । মূলত আন্তর্জাতিক বাজারে মূল্যবৃদ্ধি এবং বিদেশি মুদ্রার দামের ওঠানামার ফলে তখন গ্যাসের দাম বেড়েছিল বলে জানিয়েছিল ইন্ডিয়ান অয়েল কর্তৃপক্ষ। কিন্তু এবার আন্তর্জাতিক বাজারের সঙ্গে কোনও যোগসূত্র নেই । এবার দাম বেড়েছে ডিলারদের কমিশন বৃদ্ধির জন্য ।

তেল সংস্থাগুলো সূত্রে খবর, ২০১৭ সালের সেপ্টেম্বরে শেষ বার ১৪.২ কেজি সিলিন্ডারে ডিলারদের কমিশন বাড়িয়ে করা হয়েছিল ৪৮ টাকা ৮৯ পয়সা । সেই কমিশন বাড়িয়ে করা হল যথাক্রমে ৫০ টাকা ৫৮ পয়সা । অন্য দিকে ৫ কেজি সিলিন্ডারের কমিশন বেড়ে হয়েছে ২৫ টাকা ২৯ পয়সা । এই কমিশন বৃদ্ধিই চাপানো হয়েছে গ্রাহকদের ঘাড়েই ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *