BRAKING NEWS

নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা আর হল না, হৃদরোগে আক্রান্ত হয়ে জীবনাবসান বিজেপি প্রার্থী দেবী সিং প্যাটেলের

বারওয়ানি (মধ্যপ্রদেশ), ৫ নভেম্বর (হি.স.): মধ্যপ্রদেশ বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা আর হল না, অকালেই প্রাণ হারালেন মধ্যপ্রদেশের রাজপুর বিধানসভা কেন্দ্রের বিজেপ প্রার্থী তথা প্রাক্তন মন্ত্রী দেবী সিং প্যাটেল| সোমবার ভোরে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন তিনি| মৃত্যুকালে দেবী সিং প্যাটেলের বয়স হয়েছিল ৬৬ বছর| পরিবার সূত্রের খবর, সোমবার ভোর চারটে নাগাদ নিজস্ব বাসভবনেই হৃদরোগে আক্রান্ত হন দেবী সিং প্যাটেল| সময় নষ্ট না করে তড়িঘড়ি তাঁকে ১৪ কিলোমিটার দূরে, রাজপুরে সরকারি হাসপাতালে ভর্তি করা হয়| ততক্ষণে সব শেষ, স্নায়ু পরীক্ষা করার পর চিকিত্সকরা জানান প্রয়াত হয়েছেন বিজেপি প্রার্থী দেবী সিং প্যাটেল|
উল্লেখ্য, ১৯৫২ সালের ১ এপ্রিল মধ্যপ্রদেশের বারওয়ানি জেলার থিকরি তেহসিলের বান্দারকচ্ছ গ্রামে জন্মগ্রহণ করেছিলেন দেবী সিং প্যাটেল| রেখে গেলেন স্ত্রী এবং দুই ছেলেকে| সোমবার বিকেল তিনটে নাগাদ বান্দারকচ্ছ গ্রামেই শেষকৃত্য সম্পন্ন হবে| ভারতীয় জনতা পার্টি (বিজেপি)-র প্রার্থী হিসেবে ১৯৮৫-২০১৩ সাল পর্যন্ত সাতবার বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দীতা করেছিলেন দেবী সিং প্যাটেল| তার মধ্যে তিনবার (১৯৯০, ১৯৯৮, ২০০৩) আনজাদ বিধানসভা কেন্দ্র থেকে জয়ী হয়েছিলেন তিনি| ২০০৮ সালে রাজপুর বিধানসভা কেন্দ্র থেকে জয়ী হন দেবী সিং প্যাটেল| এছাড়াও ২০০৩ সালে উমা ভারতী সরকারের আমলে মন্ত্রী হিসেবেও দায়িত্ব সামলেছেন দেবী সিং প্যাটেল|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *