BRAKING NEWS

তিনসুকিয়া যাচ্ছে তৃণমূলের দল, প্রতিবাদে সরব বিজেপি

কলকাতা, ৩ নভেম্বর (হি. স.): অসমের তিনসুকিয়া যাচ্ছে তৃণমূলের প্রতিনিধি দল৷ রবিবার ভোরের বিমানে অসমে পৌঁছবেন তৃণমূলের প্রতিনিধি দল৷ নবান্ন সূত্রের খবর, এই প্রতিনিধি দলে রয়েছেন তৃণমূলের তিন সাংসদ ও এক বিধায়ক৷ দলের জাতীয় মুখপাত্র ডেরেক ও’ব্রায়ানের নেতৃত্বে এই প্রতিনিধি দলের বাকি সদস্যরা হলেন বনগাঁর সাংসদ মমতাবালা ঠাকুর, রাজ্যসভার সাংসদ নাদিমুল হক, করিমপুরের বিধায়ক মহুয়া মৈত্র৷
বৃহস্পতিবার অসমের তিনসুকিয়াতে পাঁচজন বাঙালিকে খুনের ঘটনাকে কেন্দ্র করে সরগরম বাংলার রাজনীতি৷ নিজেদের টুইটারের ডিপি কালো করা থেকে শুরু করে শুক্রবার কলকাতায় মিছিল করে এই ঘটনার প্রতিবাদ জানিয়েছে শাসক দল ৷ তৃণমূল কংগ্রেস নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় এই ঘটনার জন্য সরাসরি অসমে ক্ষমতায় থাকা মুখ্যমন্ত্রী সর্বানন্দ শোনওয়ালের পদত্যাগ দাবি করেছেন৷
তৃণমূলের প্রতিনিধি দলের অসমযাত্রা প্রসঙ্গে পশ্চিমবঙ্গের বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ এ দিন বলেছেন, “যে কুকুর কামড়াতে পারে না তারা ঘেউ ঘেউ করে। আমরা বুঝে নেবো। আমি চ্যালেঞ্জ করছি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে| মুখ্যমন্ত্রীকেও চ্যালেঞ্জ করছি, যিনি প্রধানমন্ত্রী পদের প্রার্থী| আজ ঘোষণা করুক কোন কেন্দ্রে দাঁড়াবেন| জিততে দেব না|”
অসম নিয়ে আজই স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি দিয়েছে বিজেপি| সেখানে বাঙালীদের নিরাপত্তা নিয়ে এই চিঠি| দিলীপ ঘোষ জানান, অসম পরিদর্শনের অনুরোধও রাজনাথ সিংকে করবেন| অসমে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দল পাঠানো নিয়ে দিলীপ ঘোষের প্রতিক্রিয়া, “আগের ঘটনা মাথায় রেখে যাবেন। আগুন জ্বালিয়ে লাভ নেই। সরকার পরিস্থিতি সামলে নেবে। না যেতে অনুরোধ করছি।”
অসমের বিজেপি সরকার তো ঘটনায় জড়িত থাকতে পারে এরকম সন্দেহভাজনদের গ্রেফতার করছে৷ শনিবার দলের সমালোচকদের এই জবাব দিলেন রাজ্য বিজেপির শীর্ষ নেতা রাহুল সিনহা৷ এই সঙ্গে তিনি প্রশ্ন তুলেছেন, অসমে বাঙালি মারা গিয়েছে আর ইসলামপুরের দাড়িভিটে?
রাহুলবাবু প্রশ্ন তুলেছেন, “তৃণমূল এখনও দাড়িভিট গুলি চালানো ঘটনায় কাউকে গ্রেফতার করছে? বোড়ো বা আলফার মতো তৃণমূল নিজেই একটি জঙ্গি সংগঠনে পরিণত হয়েছে৷ ওরা আবার বড় বড় কথা বলছে!” তিনসুকিয়ায় জঙ্গি হামলায় পাঁচ বাংলাভাষীর মৃত্যুর পর তৃণমূলকে এভাবেই দুষলেন তিনি| রাহুলবাবু বলেন, ‘‘প্রথমেই অসম সরকারকে শুভেচ্ছা অতি দ্রুততার সঙ্গে আলফা নেতাদের গ্রেফতারের জন্য ৷ তৃণমূল কংগ্রেসের অপদার্থতা, নারীধর্ষণ, খুনকে ধামাচাপে দেওয়ার জন্য অসমের ঘটনাটিকে ঢাল হিসেবে ব্যবহার করছে৷ ওদের ধর্ম নিয়ে রাজনীতি মানুষ বুঝতে পেরে গেছে৷ তাই এখন জাতিদাঙ্গা, ভাষা দাঙ্গা লাগাতে চাইছে৷’’
বিজেপির জাতীয় সম্পাদক আরও বলেন, ‘‘অসমে খুন করেছে বোড়ো, আলফার মতো জঙ্গি সংগঠন ৷ ওদের ধরে শাস্তি দিচ্ছে বিজেপি ৷ বাংলায় তো খুনোখুনিটাই করে তৃণমূল ৷ তাহলে ওরা ধরবে কাদের?’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *